ফেসবুকীয় লাইভ সমাচার

লিখেছেন লিখেছেন আরাফাত আমিন ০৭ অক্টোবর, ২০১৬, ১০:৪৬:৫৫ সকাল

'গরুর সাথে লাইভ' দেখার সৌভাগ্য হয়েছিল গত কোরবানি ঈদে।গরুর হাম্বা ডাকে সে কি আকুতি!

যদিও প্রথমে বুঝতে সমস্যা হচ্ছিল কে গরু আর কে লাইভকারী!পরক্ষনে ঘাস খাওয়া দেখে,তবেই না শিউর হলাম!

আরেকদিন লাইভ দেখার সৌভাগ্য হয়েছিল এক বড় ভাইয়ের অফিসের প্রোডাকশন মিটিং!বস দের ঝাড়ি খেয়ে মাঝ পথে প্রচারে বিঘ্ন ঘটল! অপেক্ষা করলাম অনেকক্ষন। না বেচারা আর লাইভে আসেনি!

এক ভাই যাবেন বিয়ে করতে।তার বন্ধুদের মধ্যেই কেউ একজন তা লাইভ দেখাচ্ছেন।কিন্তু একি দেখলাম,বৃদ্ধ মা-বাবাকে ধরে কাঁদছেন লুংগিপড়া বর!উপস্থিত মেহমান ও আত্বীয় স্বজনের চাপ সামলে লুংগি ধরে আছেন বর! উত্তেজনায় চাপা টেনশন কাজ করছে আমার মনে।কখন না জানি অঘটন টা ঘটেই যায়!

এক আপুর প্রোফাইল পিকে হাজার হাজার লাইক আর কমেন্টের ছড়াছড়ি।একেকবার পিক আপ্লোড করার পরের তিনদিন চলে তার বন্দনা আর লুলামি।হঠাত একদিন সেই আপু লাইভে!

বেচারি,জীবনের সেরা ভুলটাই করে বসল!পরদিন থেকে তার পিকে লাইক কমেন্টের হাহাকার!

লাইভে মেক-আপ না করার ফযীলত!

'আমার ছট ছালার মুসলমানি',

'মসজিদের নির্মানকাজের টাকা তুলছি,ফ্রান্স'

'বন্ধুদের সাথে তাস খেলি'

'ডেট ইউথ মা গার্লফ্রান্স বাতাস খাতুন ইন তুমুক রেস্টুরেন্ট '

এগুলো হল তথাকথিত লাইভের ক্যাপশন!

এর কোনটা আবার ধারাবিবরণীসহ লাইভ!

.

ফেসবুকে লাইভ অপশন টা নিয়ে এগুলো আমার ব্যক্তিগত অভিজ্ঞতা।একটা সময় ছিল যখন শুধু রিয়েল লাইফ সেলিব্রেটিরাই লাইভে আসতেন।ফলোয়ার আর ভক্তদের সাথে কিছু বাতচিত করতেন।সেদিন আর এখন নাই।এখন-

'হে লাইভ, তুমি মোরে করিয়াছ মহান

আবালগরু,কর্পোরেট গাধা আর লুঙ্গি জামাইকেও বানিয়াছ সেলিব্রেটি সমান!

.

দেশে যে এত এত ঠোঙ্গাওয়ালা,চানাচুরওয়ালা, ভাংগারি ব্যবসায়ী, রেস্টুরেন্ট খাদক আছে তা বুঝতেই পারতাম না এই লাইভ নোটিফিকেশন না থাকলে!

'হরতাল সমর্থকদের নড়াচড়াতে রানা প্লাজা ধ্বস' তত্ত্বের পরে সম্ভবত ইহাই জাতির সামনে সবচেয়ে আতংক জাগানিয়া তথ্য 'অমুক ইজ লাইভ নাউ'!

মনে বড় দু:খ আমার।কবি বেচে নেই।কবি বেচে থাকলে আজ বলতেন-

৪০ কোটি ফেসবুকারের হে মুগ্ধ জননী

রেখেছো আবাল সেলিব্রেটি করে,মানুষ করোনি!

বিষয়: বিবিধ

৮৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File