জংগি ও আমাদের রাজনীতি
লিখেছেন লিখেছেন আরাফাত আমিন ০৫ জুলাই, ২০১৬, ০২:২২:৪৩ দুপুর
অলরেডি আই,এস এর পাঠানো পাচ জংগির ছবির মধ্যে পুলিশের পাঠানো ছবির চার জনের মিল ফেসবুকের কল্যানে সবাই পেয়ে গেছেন।এদের প্রত্যেকের বিস্তারিত এর মধ্যে অনেকের মুখস্ত হয়ে গেছে।যাক,আপনার আমার জানলে তো আর হবেনা।বিচার যারা করবে চলুন দেখি তারা কি ভাবছেন।
.
প্রধানমন্ত্রী বলেছেন,গুলশান হামলায় জড়িতদের শিকড় খুজে বের করা হবে।খুবই খুশির কথা।
.
বেগম জিয়া এটা জাতীয় সংকট উল্লেখ করে এই সংকট মোকাবেলায় জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। তিনি অবশ্য এর জন্য কাউকে দায়ি করেন নি! করবেন কি,তিনি নিজেই তো আছেন সংকটে!
.
মুরব্বি এরশাদ আংকেল সন্ত্রাসবাদ মোকাবেলায় সর্বদলীয় বৈঠকের আহবান করেছেন।যদিও সর্বদল বলতে দেশে এই মূহুর্তে সরকারি দল এবং বিরোধীদল এদুটোকেই বুঝায়!তিনিও কাউকে দায়ী করেন নি!
.
এবার আসুন জেনে নেই এই ঘটনায় দায়ী কারা বা কারা জড়িত-আজকে দুপুরেই এক বড় ভাইরে বললাম, ভাই ৭ টা দিন অপেক্ষা করেন।অনেক কিছুই ক্লিয়ার হয়ে যাবে।না,তা আর করতে হল না!
আমাদের হাতে সর্বশেষ যে রিপোর্ট তাতে দেখা যাচ্ছে আমরা জড়িত দের পেয়ে গেছি!
.
১.গুলশানে হামলাকারীরা প্রশিক্ষিত শিবির-বলেছেন স্বাস্থমন্ত্রী নাসিম।
২.গুলশান হামলায় জামাত-শিবির জড়িত-বলেছেন শাহরিয়ার কবির।
৩.এদিকে কিছুটা ভিন্নমত পোষন করেছেন আইজিপি।তিনি বলেন-গুলশান রেস্তোরায় হামলাকারীরা জেএমবি সদস্য।
৪.অপরদিকে স্বারাষ্ট্রমন্ত্রী বলেন,গুলশান হামলায় আই,এস জড়িত নয়।
৫.যদিও রিটা কার্টসের মতে আই,এস দায় স্বীকার করেছে।আবার সিএন,এন দাবি করেছে আল কায়েদা দায় স্বীকার করেছে।
.
এরমধ্যে কিছু মহামান্য ব্যক্তির বক্তব্যের আশায় আছি আমরা।এবিষয়ে এখনো মুখ খুলেননি মহামান্য হানিফ ভাই,ইনু স্যার,কামরুল স্যার,হাছান মাহমুদ স্যার এবং সুরঞ্জিত বাবু।ওনারা মুখ খুলুলেই আশা করা যাচ্ছে আমরা তদন্তের শেষ পর্যায় পৌছে যাব!
.
সবশেষে, এই ঘটনায় বেশি ক্ষতিগ্রস্ত হিসেবে ইতালির রাষ্ট্রীয় টেলিভিশন রাই নিউজে আমাদের দেশের দুই রাজনৈতিক দলের দোষারোপের রাজনীতিকে দায়ী করা হয়েছে।
আমরা দেশে থেকে যা বলতে পারিনা,তা ওরা বলে দিল।কি সুন্দর করে রোগ বলে দিল।
এখন আসলে জায়গামত ঔষধ দিলেই হল।
আবারো তাই আমাদের গার্ডিয়ান প্রধানমন্ত্রীর বক্তব্যেই ফিরে যাই।
জ্বী,মাননীয় নেত্রী-প্লিজ আপনি এদের শিকড় বের করে আনুন।আমরা আর পারছিনা।আপনিই শেষ ভরসা।
আর মাননীয় নেত্রী,প্লিজ আপনি একটু ওনাদের চুপ করতে বলুন।
আমাদের দুইদিনের শোক পালন করতে দিন।
বিষয়: রাজনীতি
১০৯২ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন