উচ্চতর সংসারংঙ্গ ২য় পত্র
লিখেছেন লিখেছেন আরাফাত আমিন ০২ জুলাই, ২০১৬, ১২:৫৮:৫৯ দুপুর
৪র্থ দিন-
সকালের নাশতায় রুটিতে কামড় দিয়েছি
-‘একি! রুটিতে এটা কী লাগিয়েছ?’
বউ:‘রুটি পুড়ে গেছিল তো, তাই মাখনের বদলে স্যাভলন ক্রিম মাখিয়ে দিলাম।কেন ভাল হয়নি খেতে?’
মেজাজ গেল বিগড়ে।রাগ করে বাসা থেকে বেরিয়ে গেলাম।পথে দেখা হল এক হাস বিক্রেতার সাথে।একটা হাস কিনে ভাবলাম বাসায় দিয়ে আসি।দরজা খুলতেই-
বউ:‘এই বদমাশটাকে নিয়ে এলে কেন?’
- ‘বদমাশ বলছ কেন, দেখছ না এটা একটা হাস!’
বউ:‘আমি তো হাসকেই জিজ্ঞেস করেছি।’
৫ম দিন-
অফিসে আছি-অপরিচিতি নাম্বার থেকে ফোন-
মহিলা:হ্যালো আপনি কি বিবাহিত?
-না।
মহিলা: ওরে শয়তান, আমি তোর বউ। আজ বাড়ি আয় তুই।
ফোন কেটে গেল।
একটু পর:ক্রিং ক্রিং
মহিলা: হ্যালো আপনি কি বিবাহিত?
- হ্যা।
মহিলা: কি বললি? তুই বিবাহিত? তাহলে এতদিন আমার সাথে প্রেমের অভিনয় করলি কেন?
-না জানু। আমি আসলে অবিবাহিত।
মহিলা: ওরে, হারামজাদা। আজ তুই বাসায় আয়। আমি তোর বউ।
সন্ধ্যায় বাসায় ফিরে-
-ও গো শুনছ, একটু পর আমার একজন বন্ধু আসবে।
বউ:গাধা, বোকার হদ্দ কোথাকার, করেছ কী? দেখো না ঘরের কী অবস্থা? ভাঙা ফুলদানি, কাচের প্লেট, ঝাড়ু ঘরজুড়ে সব ছড়িয়ে-ছিটিয়ে আছে।
-এই জন্যই তো ওকে আসতে বলেছি। গর্দভটা বিয়ে করার কথা ভাবছে!
৬ষ্ঠ দিন-
বউঃকালতো আমাদের বিয়ে-বার্ষিকী!
- আমাকে কি করতে হবে?
বউঃ কিছু না, এই গোটা পঁচিশেক মুরগির রোস্টের ব্যবস্থা করলেই হবে।
- দু বছর আগের ভুলের জন্য আবার পঁচিশটা প্রাণী হত্যা করা কি ঠিক হবে?
৭ম দিন-
বউ:এই আজতো আমাদের ২য় বিবাহ বর্ষিকী। আমরা আজ কি করব?
.
.
-একটু চুপ করো, আস আমরা দুই মিনিট দাড়িয়ে নিরবতা পালন করি।
বিষয়: বিবিধ
১০৩১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন