উচ্চতর সংসারংঙ্গ ১ম পত্র
লিখেছেন লিখেছেন আরাফাত আমিন ২২ জুন, ২০১৬, ০৭:৩৬:৫৪ সন্ধ্যা
:১ম দিন-
-তোমার রান্না মোটেও আমার মায়ের মতো না।
বউ:তোমার বেতনও মোটেই আমার বাবার মতো না।
-এখন যাও,পাশের ভাড়াটিয়ার কাছ থেকে একটু চিনি নিয়ে এসো?চা খাব।
বউ: ওরা আমাদের চিনি দেবে না।
-সত্যি!ওরা তো তাহলে খুব কঞ্জুস!
বউ: ওদের কিপ্টেমির কথা আর বোলো না।
- তাহলে আর কী করা; আমাদের আলমারি থেকেই চিনি বের করে চা করে নিয়ে এসো, যাও।
.
রাতের বেলা ঈদের কেনাকাটা সেরে রিকশায় বাড়ি ফিরছি হঠাৎ বউ বলল, দেখো দেখো, চাঁদটা কী সুন্দর!
-রিকশা ভাড়া বাদে আমার কাছে আর একটা টাকাও নেই।
:২য় দিন-
এই অসময়ে বউর ফোন-(দাড়াও আজ পেয়েছি তোমায়)
বউ: (ধমকের স্বরে) কোথায় তুমি?
-জান, তোমার কি সেই জুয়েলারির দোকানটার কথা মনে আছে, যে দোকানের একটা গয়নার সেট তুমি পছন্দ করেছিলে এবং বলছিলে, ‘ ইশ্! যদি এটা কিনতে পারতাম? ’
বউ: (গদগদ স্বরে) হ্যাঁ জান, মনে আছে!
-আমি সেই জুয়েলারির দোকানের ঠিক পাশের চা দোকান টায় বসে চা খাচ্ছি!
রাতে বাড়ি ফিরে-
বউ:কোথায় ছিলে এতক্ষণ?
—বন্ধুর বাসায়।
বউ:কী করছিলে?
—কার্ড খেলছিলাম।
বউ:তাহলে তোমার শরীরে সিগারেট এর গন্ধ কেন?
—তবে কিসের গন্ধ থাকবে,কার্ডের?
ফ্রেশ হয়ে আসার পর-
-‘শুরু করার আগে ভাতটা দাও।’
বউ ভাত বেড়ে দিল। ভাত খাওয়া শেষ।
-‘শুরু করার আগে পানি দাও।’
বউ পানি দিল। পানি খাওয়া শেষ।
- ‘শুরু করার আগে এক কাপ চা দাও না আমাকে।’
এইবার গেল খেপে, ‘পেয়েছ কী তুমি আমাকে, আমি তোমার চাকর? সেই কখন থেকে একটার পর একটা খালি অর্ডার মেরেই যাচ্ছ…ছোটলোক, স্বার্থপর…’
এইবার কানে তুলা গুঁজতে গুঁজতে -
-‘এই যে…শুরু হয়ে গেল।’
:৩য় দিন-
বউ: অনেকক্ষন ধরে দেখছি তুমি আমাদের বিয়ের কাবিননামা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছ। “কী খুজছ শুনি?”
-না মানে, তেমন কিছু না... মেয়াদ উত্তীর্নের তারিখটা দেয়া আছে কি না দেখলাম।
বউ: আজেবাজে না বকে, খেলার চ্যানেলটা পাল্টাও, আমি এখন রেসিপির অনুষ্ঠান দেখব।
-রেসিপির অনুষ্ঠান দেখে কি লাভ, তুমি কোনো দিন ওসব রান্না করবে নাকি?
বউ:এই বয়সে তুমিই বা ক্রিকেট খেলা দেখ কোন আক্কেলে?দেখি রিমোট দাও।এদিকে আবার হুররাম কে মেরে ফেলার চক্রান্ত করছে ইব্রাহিম পাশা।
-কি চক্রান্ত?
বউ:তা জেনে তুমি কি করবা!
-না,বলছিলাম কখন কোনটা কাজে লেগে যায়!
বউ:আমি জানিতো! তাইতো তুমি বাসায় থাকলে আমি সুলেমন দেখিনা।
বি.দ্র: সব চরিত্র কাল্পনিক (এটা না লিখলে মিল অফ করে দিবে,কে চায় জলে থেকে কুমিরের সাথে লড়াই করতে!)
বিষয়: Contest_priyo
১১০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন