তথ্য তত্ত্ব

লিখেছেন লিখেছেন আরাফাত আমিন ০৯ জুন, ২০১৬, ০৪:৩৩:২৮ বিকাল

*

• আবারো খবরের শিরোনাম নাসিম সাহেব।এবার তিনি জাতিকে নোবেলপুরস্কার পাওয়ার কৌশল সম্পর্কে তথ্য দিয়েছেন।তিনি জানান-’ইউনুস সাহেব কে বিদেশী প্রেসারে তিনি এবং নেত্রী গ্রামীনফোনের লাইসেন্স দিয়েছিলেন।আর সেই গ্রামীনফোনের জন্যই ইউনুছ সাহেব নোবেল পেয়েছেন!’

মরহুম ক্যাপ্টেনের জীবনে একটাই আফসোস, এই তথ্য তিনি জেনে যেতে পারেন নি!

*

• তথ্যবিকৃতির অভিযোগ উঠেছে মাছরাঙা টিভির সেই সাংবাদিকের বিরুদ্ধে।এ প্লাস পায়নি এমন শিক্ষার্থীদের দিয়ে রিপোর্ট তৈরি করে জাতিকে বিভ্রান্ত করার চেষ্টা করেছেন তিনি!

মিনষে তথ্য পায় না,আর উনি বিকৃত করে!

অভিযোগকারীদের দাবি,এ প্লাস পায়নি তাই এরা জানে না বিজয় দিবস,স্বাধীনতা দিবস কবে।

পীথাগোরাসের পেশা আর রবীন্দ্রনাথের গল্পের নাম।

এ প্লাস পাইলে হয়ত জানত!

*

• মহান বিজ্ঞানি জাফর স্যার এক অভিনব ফিল্টার তত্ত্বের ঘোষনা দিয়েছেন।সম্প্রতি এটিএন নিউজের সাথে আলাপচারিতায় তিনি জানিয়েছেন ভাল মানুষ নির্বাচনের এই ফিল্টার তত্ত্বের নাম ঠিক করা হয়েছে 'মুক্তিযুদ্ধের চেতনা'।তিনি আরো বলেন,এর একমাথা দিয়ে কেউ ঢুকলে অপর মাথা দিয়ে তখনি বের হবে যদি সে চেতনাধারী হয়!তখন আমরা বুঝতে পারব সে ভাল মানুষ! মুক্তিযুদ্ধকে ধারন না করলে যত ভাল মানুষই হোক মাঝপথে আটকে যাবে!

বর্তমানে ফিল্টার তৈরির জন্য ডাটাবেজ মানে তথ্য সংগ্রহের কাজ চলছে!

*

তথ্য নিয়ে এত আলোচনা অথচ তথ্যবাবার কথাই আসল না এখনো!

•  আমাদের একজন তথ্যবাবা ছিল।গুগলের আগে সার্চইঞ্জিন আবিষ্কারের কথা থাকলেও পর্যাপ্ত তত্ত্বের অভাবে তখন তা হয়ে উঠেনি।যেসব তথ্য স্টোর করা হত,সবই করাপ্টেড হয়ে যেত।কোন কাজে দিত না।অবশেষে সন্তানের সমস্যা সমাধানে এগিয়ে এলেন স্বয়ং মা!

'আমার কাছে সব তথ্য আছে' এবার জানালেন মহান মা। তথ্যের বিশাল এক ভান্ডার ইতিমধ্যে ট্রান্সফার করা হয়েছে।এখন সকল তথ্য নিরাপদ! করাপ্টেড হবার কোন যুকি নেই!জাতি তথ্যবাবার পর এবার তথ্যদাদীর সন্ধান পেল!

কিছুদিনের মধ্যেই 'কারেন্টজাল' নামক সেই স্বপ্নিত সার্চইঞ্জিন আলোর মুখ দেখতে যাচ্ছে!বিশ্বস্ত সূত্রে জানা গেছে প্রথম পর্যায়ে পরীক্ষামূলকভাবে কেবল 'বিম্পি-জামাত' সার্চে এই ইঞ্জিনটির সফল ব্যবহার আশা করছেন এর উদ্ভাবকদ্বয়।

*

• খবরে প্রকাশ সর্বশেষ ইউপি নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে তথ্য নিশ্চিত করেছেন-ইসি রাকিব সাহেব।

*

এদিকে পর্যান্ত রোগীর অভাবে পাবনা মানসিক হাসপাতালে ডাক্তাররা অলস সময় পার করছে বলে তথ্য দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ!

চারিদিকে শুধু তথ্য আর তত্ত্ব!

আপনাদের কারো কাছে কোন তথ্য আছে?

বিষয়: বিবিধ

৮৮৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File