জংগি আছে -নাই!

লিখেছেন লিখেছেন আরাফাত আমিন ০৫ জুন, ২০১৬, ১১:১৩:৩০ রাত

:-

এলাকায় এক পাগল ছিল।

হাতে একটা লাঠি নিয়ে ঘুরে।কিছুদূর যায় তারপর মাটিতে সেই লাঠি ফেলে 'এক হাত পানি'!

আবার কতদূর যায় লাঠি মাটিতে ফেলে 'দুই হাত পানি'!

শুকনার মধ্যে ওর এই পানি মাপা দেখে লোকজন খুব মজা পায়।কেউ কেউ আবার আগ বাড়িয়ে জিজ্ঞেস করে, 'কিরে পাগলা,আজকে পানি কয়হাত?'

পাগলাও খুশি মনে জবাব দেয়-দশ হাত ভাইজু!

এলাকায় কোন বিয়ে-শাদী,জন্মদিন,খৎনা হলে অতিথিদের বিনোদনের জন্য এই পাগলের ডাক পড়ে। সেও খুশি মনে যায়।পেটপুরে চারটা ভালমন্দ খাওয়াও হয়!লোকজনও মজা পায়।

একদিন একবিয়ের অনুষ্ঠানে ছেলেপক্ষকে আনন্দ দেবার জন্য পাগলার ডাক পড়ল।

সময়মত সব ঠিকঠাক।বর যাত্রী আসল।পাগলা এক কোনে চুপচাপ দাঁড়িয়ে আছে।এবার কনেপক্ষের একজন পাগলারে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে জিজ্ঞেস করল, 'কিরে আজকে পানি কয়হাত?’

পাগলা চুপ!কোন জবাব নাই!

এই দেখে মুরব্বিগোছের একজন এগিয়ে এলেন লাঠি হাতে।

-এই নে,লাঠি দিয়ে মেপে বল পানি কয়হাত?

-'পানি,কিসের পানি!এই হুগনার মধ্যে পানি আপনি কই দেখলেন?'

-অই, ঠিক কইরা ক পানি কয়হাত?

-পাগল হইয়া গেছেন!এনে পানি কই পাইলেন আপনি?

:-

আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় একজন সজ্জন ব্যক্তি।আগের নাসিম,আলতাফ,বাবর,সাহারা আর মখার তুলনায় উনি কথাবার্তা একটু কম বলেন।মাঝেমধ্যে যাই একটু আধটু বলেন -তাও অনেক হিসেব করে বলেন!

এই যেমন আজকে চট্রগ্রামে পুলিশের বউ খুনের পর বললেন-এটা জংগিদের কাজ হতে পারে।

কিছুদিন আগে অবশ্য উনি বিয়ে বাড়িতে মিস দেশাইকে বলেছিলেন-কিসের জংগি,দেশে কোন জংগি নাই!

এইরকম একটুআধটু ভুল মানুষের হতেই পারে! তাই বলে তার সমালোচনা করতে হবে!আপনারা পারেনও!আপনাদের শান্তি-শৃংখলার জন্য যিনি এত কষ্ট করেন,আপনারা তাকেও একটু রেহাই দিবেন না!

পাকি দালাল যারা,যারা দেশের ভাল চায় না,যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী না কেবল তারাই আমাদের মন্ত্রীমহোদয়ের সমালোচনা করে।আসুন সবাই উনার দীর্ঘায়ু কামনা করি!

বিষয়: রাজনীতি

৯৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File