শিক্ষাব্যবস্থা ও আমাদের ভবিষ্যৎ প্রজন্ম
লিখেছেন লিখেছেন আরাফাত আমিন ৩০ মে, ২০১৬, ০৭:৪৩:৫৮ সন্ধ্যা
এইটা ঠিক না।সামগ্রিক শিক্ষা ব্যবস্থার ব্যর্থতার দায়ভার এই ১৩ জনকে দেয়া যাবে না।
এদের নিয়ে ট্রল করে এদের জীবন ব্যাহত করা উচিত নয়।এদের নয় বরং এদের এই অবস্থার জন্য দায়ীদের নিয়ে ট্রল করতে হবে।
এই ১৩ জন তো একটা শ্রেণী র প্রতিনিধিত্ব করে।
রিপোর্ট এর মূল উদ্দেশ্য ছিল কোয়ালিটি এডুকেশন এবং শিক্ষাব্যবস্থা।সবাই সেটাকে ভুলে এই বাচ্চাগুলোর পিছনে লেগেছে।এটা অনুচিত। রিপোর্টারের উদ্দেশ্য সৎ ছিল,বাট উপস্থানায় গলদ ছিল।এই বাচ্চাগুলোর চেহারা দেখানো মোটেই উচিত হয়নি।রিপোর্ট এর উদ্দেশ্য ব্যহত হয় এমন প্রচারনা থেকে সকল কে বিরত থাকা উচিত।
এমন টা যে হচ্ছে এতদিন টের পান নি?
-কই আমরা তো কিছু বুঝতেই পারলাম না!
কয়েক বছর ধরেই তো আপনি ফেসবুকে এক্টিভ,তারপরও বুঝতে পারেন নি?
-কিভাবে বুঝব বলুন! ফেসবুকে বুঝার উপায় আছে!
কেন থাকবেনা,আপনি বিভিন্ন সেলিব্রেটিদের পোস্টে যে কমেন্টগুলো আসে তা পড়লেই তো বুঝতে পারার কথা।
-একটু বুঝিয়ে বলবেন?
ভাই,যারা লিখালিখি করে এরা সবাই আগের প্রজন্ম। এদের অনেকেই এ প্লাস পায়নাই!
আর যারা কমেন্টগুলো করে এরা সবাই এ প্রজন্মের, অনেকেই আবার এ প্লাস ধারী!
একটা ডেমো দেই-ধরেন আপনি পোস্ট করলেন,'চিকিৎসার উদ্দেশ্যে চেন্নাই যাচ্ছি!’
কি ধরনের কমেন্ট আসতে পারে দেখুন-
১.চেন নাই এর তো চেইন নাই। কি চিকিৎসা দিব আপনারে?
২.আমাদের দেশে কি হইছে! বড়লোকি দেখান?
৩.চেন্নাই কোথায় ভাই? আমার ফুফুর বাসা অইখানে!
৪.আপনে মিয়া রে...য়ার দালাল।আর কোন দেশ পান নাই।
চেক করলে দেখবেন এরা এ প্লাস পেয়ে এসেছে গত কয়েকবছরে।অনেকে আবার ভাল কলেজে/ভার্সিটি তে পড়ে!
এরাই এই জাতির ভবিষ্যৎ!
এরা কাঠমান্ডু না চিনে তো কি হয়েছে!
নেপচুন তো চিনে!
এদের জ্ঞান ড্রোনের গতিতে চলে!
সকালে ইয়াবা আর ফ্রি নেট,
দুপুরে বিজি- রুম ডেট।
রাতে গাজা আর তাস,
পরীক্ষার আগের রাতে প্রশ্নপত্র ফাস!
আর দিনরাত ফেসবুকে সৃজনশীল গালাগালি!
সেতো আছেই!
এই হল তথাকথিত সৃজনশীল শিক্ষাব্যবস্থার আউটকাম!
জাফর ইকবাল,আনিসুজ্জামান,নাহিদ,বজ্রগোপাল রা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে শেষ পর্যন্ত সৃজনশীল বানায় ছাড়ছেন!
এতো ছিল ট্রেলার! ফুল পিকচার আভি বাকি!
অপেক্ষা করুন।ড্রোনে চড়ে আসছে।খুব দ্রুতই আসছে
জাফর স্যারের স্বপ্নের সৃজনশীল পদ্ধতির ফাপর প্রজন্ম আসছে!
এরা এখন বলে পীথাগোরাস উপন্যাসিক ছিল!
অপেক্ষা করেন,এই প্রজন্মই দশ বছর পর বলবে শেখ মুজিবুর রহমান অমুক ধর্মের প্রচারক ছিল!
এমন জাতিই তো আমরা চেয়েছি!
বিষয়: বিবিধ
৮০২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন