সন্তান ও মানবিকতা
লিখেছেন লিখেছেন আরাফাত আমিন ২০ মে, ২০১৬, ১০:১০:০৭ রাত
এই,এই মহিলা রাখ,রাখ বলছি।একদম ধরবিনা।হাতে নেয়া মুরগীর পা দুটো আবার জায়গামত রেখেদিলেন।তিনি ভয়ে কাপছিলেন।
বাবা,আমি সারাদিন বাজারে ঘুরছি।কিছু কিনতে পারি নাই।দেওনা দুইটা আমারে।
মুরগীর ড্রেসিং মেশিন টার পাশে নিচেই রাখা ছিল উচ্ছিষ্ট পা,হাতা -চামড়া।
ঝিরঝির বৃষ্টি হচ্ছে।আকাশে কাল মেঘ,কিন্তু পুরোপুরি ঝরছে না।নিম্নচাপ সৃষ্টি হলে যেমন সারাদিন টেপটেপানি বৃষ্টি হয়,এই বৃষ্টি সেইরুপ।এর মধ্যে পুরনো জীর্ন একটা কালো বোরকায় ঢাকা মহিলাকে দেখলাম। চেহারা দেখতে পেলাম না।
বৃষ্টি আর কাদায় বোরকা মাখামাখি।বাইরে থেকে দেখতে খুব দরিদ্র এবং বাজে দেখাচ্ছিল।ছোপছোপ কাদার দাগ লেগে আছে বোরকার কয়েক জায়গায়।বাহির টা দেখে অনুমান করা যায় বয়স পঞ্চাশোর্ধ হবে।
দোকানের এদিকটায় দাঁড়িয়ে ঘটনা দেখছিলাম।মহিলা এখনো অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছেন।এবার ঘুরে দোকানের অন্য দিকটায় গেলাম।কাছে গিয়ে জিজ্ঞেস করলাম-
কি হয়েছে আপনার?
বাবা,আমার ছেলেমেয়েগুলা আমারে দেখেনা, সারাদিন না খাইয়া আছি।'দুইটা ঠ্যাং ' বলেই পড়ে থাকা মুরগির উচ্ছিষ্ট পাগুলোর দিকে হাতে ইশারা করলেন।
শুধু চোখদুটো বোরকার বাইরে থাকায় খেয়াল করলাম।বড়ই করুন।হাত দিয়ে পানি মুছবার চেষ্টা করলেন।
কর্মচারী ছেলেটা ততক্ষনে ড্রেসিং করা একটা মুরগী পলি করছিল।
এই ভাই, আপনি আমার মুরগির পা দুটো ওনাকে দিয়ে দিন তো,বললাম আমি।
আপনি এদের চিনেন না।এদের লাই দিবেন না।এরা ব্যবসা করে এইগুলা নিয়া।এই তুই যা এখান থেকে।আজকে দিবেন,এরা আপনারে টার্গেট করে রাখবে।আরেকদিক আপনারে দেখলেই আবার দৌড়ে আসবে।একদমে অনেকক্ষন ধরে কথাগুলো দোকানি বলেই যাচ্ছেন।
আপনি আমার গুলো দেন তো ওনাকে।দোকানি কে থামিয়ে দিলাম।
ভাই, আপনার কথা হয়ত ঠিক আছে।আমি জানি কিছু লোক আছে যারা এগুলোর ব্যবসা করে।বাট সবাইকে এক রকম ভাবলে কেউ না কেউ সুবিচার পাবেনা।হতে পারে এই মহিলা আসলেই বিপদগ্রস্ত। সমাজের বাকি ৯৯ জন লোকই যদি খারাপ হয়,তার জন্য তো আমরা একজন অভাবগ্রস্ত কে সুবিচার বঞ্চিত করতে পারি না।আপনি দিন তো,আমি বললাম।
দোকানি এবার কর্মচারীর হাত থেকে মুরগীর দুটো পা নিয়ে মহিলার হাতে দিলেন।সাথে নিচের দিকে ইশারা করলেন। যে ইশারার অর্থ-যেদুটো পা তখন হাতে নিয়েছিলে সেগুলো নিতে পার।
মহিলা এবার হুমড়ি খেয়ে পড়লেন সেই উচ্ছিষ্টের স্তুপে।সব হাতের পলিথিনে নিচ্ছেন।
দোকানি তাকিয়ে দেখছে।
বৃষ্টি টা একটু বাড়ল বোধহয়।ছাতাটা খুলতেই হল।
বিষয়: Contest_priyo
১০৯১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন