আজান শুনিনা বহুদিন - Siddique Ab
লিখেছেন লিখেছেন সিদ্দিক এবি ১৬ মে, ২০১৬, ০৩:১০:৩২ রাত
সত্যি বলছি
আমি আজান শুনিনা বহুদিন
বিহানের আজান
যে আজানের আহবানে ভেঙে যেত
তমাসার নিদ
মাতোয়ারা আমি গাইতাম
শুকরিয়ার গীত।
.
সত্যি বলছি
আমি আজান শুনিনা বহুদিন
জুলুমের ঘোর তাপে
চারিদিকে হাহাকার বিদির্ণ চিৎকার
আজান দিতে আসেনাত
এ যুগের শাহজালাল, বখতিয়ার।
.
সত্য বলছি
আমি আজান শুনিনা বহুদিন
শুনিনা নববীর মসজিদে বেলালী সুর
যে আজানে কেটে যেত
সব বাধা খারাপ যত অসুর।
.
সত্যি সত্যি সত্যি বলছি আমি আজান শুনিনা বহুদিন
.
২:১৫
১৫:০৫:২০১৬
___________________
বিষয়: সাহিত্য
৯৫৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন