কবিতার পাতা

লিখেছেন লিখেছেন এ,অার রহমান ১৮ মে, ২০১৬, ০৮:১৫:৫৮ রাত

কবিতার পাতায় শৈশবের স্মৃতি খেলে,কৈশোরের দুরন্তপনা জেগে উঠে সমুদ্রের তরঙ্গের মতো।উচ্ছ্বাসিত মুহূর্তগুলো অালো-অাঁধারি হয়ে খসখসে পাতায় স্থান

পায়।দৃঢ় কল্পনার অনুভূতিতে শব্দের অলংকারে প্রতিচ্ছায়া হয়ে ফুটে।হারিয়ে যাওয়া কৈশোর ফিরে অাসে কবিতার পাতায়।সামান্য কলমের কালির সাঙ্গে সফেদ পাতার মিলনে পেরিয়ে যায় অসুস্থ কুড়িটি বছর।এখানে যৌবনের জাগতিক ভাবনা ইন্দ্রিয়র মাঝে নকশা এঁকে দেয়।

সহসা পথের পাশ ঘেঁষে হেটে যাওয়া প্রেয়সীর অনুরাগের স্পন্দন জাগায় কবিতার পাতায়।

কবিতার পাতায় বোনহীনা ভাইয়ের কল্পনায় তার অাদরের প্রতীক্ষা ফুড়িয়ে যায়।মায়ের অসামান্য স্নেহ,ভালোবাসা অার বাবার ক্ষুব্ধ কথার নিভৃতে থাকা বন্দনাগুলো প্রস্ফুটিত হয়।প্রকৃত বন্ধুত্বের হাত ধরে স্বপ্নের নবযাত্রার উন্মেষ ঘটানো।

বিস্তৃত দিগন্তের মাঝে ধূসর মেঘের বিভিন্ন- রূপ উদ্ধত হয়।প্রতিটি ঋতুর অাবহ যেন অনুভূতির ঝালে অবরুদ্ধ।

কবিতার পাতায় নারীর সিক্ত এক গুছো এলোকেশের একখানি ঝাপটা ম্লান মুখে সুঘ্রাণের উজ্জ্বলতা ফিরে অানে।

এক তীব্র উৎকণ্ঠিত নিঃশ্বাসের প্রতিক্রিয়া ছাপ পড়ে।কুঁচকানো চামড়ার বয়সেও যৌবনের উদ্দীপনা বয়ে চলে কবিতার পাতায়।

বিষয়: সাহিত্য

৯০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File