মা'য়ের প্রতি নিশ্চুপ ভালোবাসা

লিখেছেন লিখেছেন নাসির হোসেন নোহান ০৮ মে, ২০১৬, ১১:৩৪:১০ রাত

ছেলেটি দু'ঘন্টা চিন্তা করে মা'কে নিয়ে সতেরো লাইনের একটা স্টেটাস লিখলো ফেসবুকে ...নিঃশব্দে রুমে ঢুকে হঠাৎ মা জিজ্ঞেস করলো "কি'রে বাবা-রাত তো অনেক হল খাবিনা কিছু" মুখ ঘুরে পেছন ফিরে তাকাতে গিয়ে কী-বোর্ডের DELETE বাটনে চাপ পড়ে মুছে গেল সব লেখা...সাথে সাথে চোখ-মুখ রাঙিয়ে মা'কে অনেক কটু কথা শুনিয়ে রুম থেকে বের করে দিল ছেলেটি...তবুও মা কিচ্ছু বললনা,শুধু মাথা নিচু করে রুম থেকে বের হওয়ার সময় দুটি কথা বললঃ"আমি তো এত-সেতো কিছু বুঝিনা রে বাবা,না খেয়ে আছিস বলে খুব দুশ্চিন্তা হচ্ছিল,চোখে ঘুমও আসছিল না..তাই বলতে এসেছিলাম"...আর সেই মা'কে তুমি গালি দিলে,কটু কথা শুনালে..ছিঃ সত্যি বলতে এখন এটাই হল আমাদের বাস্তবতা,আবেগ দিয়ে হাজার হাজার কথা লিখি যেন মানুষ মা'কে ভালোবাসে..অথচ আমি নিজেই ঠিক নেই,নিজেই মা'কে কষ্ট দিচ্ছি...কোনো লাভ নাই..ফেসবুকে শতশত স্টেটাস দিয়ে কোনো লাভ নাই যদি মানুষটিকে ভালোবাসতেই না পারেন...!!

পৃথিবীতে ব্যথা পরিমাপের একটা যন্ত্র আছে 'ডলোরিমিটার',এর একক হচ্ছে ডেল..বিজ্ঞান বলছে একজন মানুষ সর্ব্বোচ ৪.৫ ডেল ব্যথা সহ্য করতে পারে..কিন্তু আশ্চার্যজনক হলেও সত্য একজন 'মা তার সন্তানকে জন্ম দিতে ৫৭ ডেল এরও বেশি ব্যাথা সহ্য করে...বিজ্ঞান আসলেই যন্ত্রের ভাষা বোঝে,মায়া-মমতা,আবেগের ভাষা বোঝেনা...আপনি কল্পনাও করতে পারবেন না ৫৭ ডেলের এই তীব্র ব্যথা কতটা মারাত্নক হতে...তা শুধুমাত্র একজন গর্ভধারানী মা'ই বুঝতে পারে...এরপর শুরু হয় সন্তান'কে বড় করার পালা,সেখানেও আছে কষ্ট,ব্যথা,যন্ত্রনা...একটা সন্তান'কে বড় করতে গিয়ে মা'কে যে কি পরিমান কষ্ট,যন্ত্রনা সহ্য করতে হয় সেই হিসেব কি কখনো ডলোরিমিটার করতে পারবে.? পারবে না...বিজ্ঞান এখানে নিশ্চুপ,বিজ্ঞানের যন্ত্র এখানে তুচ্ছ....তাই মা'কে ভালোবাসার জন্য বিশেষ কোনো দিনের প্রয়োজন হয়না,সবসময় ভালোবাসবো আমরা.....!!

এখন আপনি ভাবছেন আজ তো বিশ্ব মা' দিবস,আজকের দিনে একটু অন্যরকম ভাবে ভালোবাসতেই পারি.? হুম অবশ্যই পারেন..আমি আমার নিজের একটা অভিজ্ঞতা শেয়ার করছি..কাজটা করে দেখতে পারেন "আজকে রাতে যখন সবাই মিলে একসাথে খেতে বসবেন,টুপ করে উঠে গিয়ে মায়ের পাশে বসে বলবেন-"মা তুমি তো ছোট বেলায় অনেক আদর করে মুখে তুলে খাইয়ে দিয়েছো..আজ সেভাবে একটু আমি খাইয়ে দিই প্লিজ"..বিশ্বাস করুন কথাটি বলতে দেরি মায়ের চোখ-মুখ থেকে আনন্দের অশ্রু ঝরতে দেরি নেই...পৃথিবীতে এর থেকে ভালোবাসাপূর্ণ মূহুর্ত আর কি হতে পারে.? দু ঘন্টা ভেবে ফেসবুকের পাতায় হাজার হাজার লাইন লিখে ভালোবাসা প্রকাশ করার থেকে এটা কি সহজ নয়.? পৃথিবীতে হয়তো সব মানুষকে ভালোবাসার জন্য টাকা লাগে,কারন লাগে,সময় লাগে...কিন্তু মা'কে ভালোবাসার জন্য একটা মূহুর্তই যথেষ্ট...জীবনে যদি কাউকে বন্ধু বানাতেই হয় তাহলে মা' নামের এই নিঃস্বার্থ মহিলাটিকে সর্বপ্রথম সিলেক্ট করুন...যে কোনো সময় আমাদের ভালো ছাড়া খারাপ চায়না...সবশেষে আজ বিশ্ব মা দিবসে সকল মায়েদের প্রতি থাকলো গভীর শ্রদ্ধা ও ভালোবাসা...মনে রাখবেন বিজ্ঞানীরা হয়তো একটা সময় সবকিছু পরিমাপের যন্ত্র আবিষ্কার করে ফেলবে...কিন্তু একজন সন্তানের প্রতি মায়ের যে কি পরিমাণ ভালোবাসা থাকতে পারে তা কেউ কখনো পরিমাপ করতে পারবে না....কেউ না...!!

বিষয়: বিবিধ

১৩০৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File