------- সাক্ষী বানাই -------
লিখেছেন লিখেছেন আহমেদ ফুদায়েল ০৬ মে, ২০১৬, ০৭:২০:৩৫ সন্ধ্যা
সাক্ষী তোদের ক্যাংগারু কোর্ট
সাক্ষী রাতের জেল
নগ্ন পিশাচ ড্রাকুলা সব
যতই দেখাক খেল
সাক্ষী তোদের হাতের কলম
সাক্ষী ফাঁসির দড়ি
রক্ত লাশ আর মিথ্যা দিয়ে
বানাস তোদের বাড়ি।
সাক্ষী তোদের বুলেট গুলি
রক্ত মাখা বুট
শক্ত কালো নষ্ট হাতে
চেপে ধরিস ঠোঁট
সাক্ষী মোদের সবুজ জমিন
লালে আঁকা শোক
চাপা কান্না চাপা'ই থাকুক
কষ্টে ফাটুক বুক
সাক্ষী বানাই রৌদ্রে জ্বলা
শ্রমিক ভাইয়ের ঘাম
তোদের বিচার জানিয়ে দেবে
বিশ্বে মোদের নাম
সাক্ষী বানাই ভোরের আলো
সাক্ষী স্নিগ্ধ চাঁদ
সবুজ মিনার শোর তুলেছে
ভাংগবে তোদের বাঁধ
সাক্ষী বানাই পদ্মার স্রোত
সকাল পাখির গান
তোদের ছায়া মুছে দিতে
আসছে নও-তুফান
সাক্ষী রাখিস তোদের জীবন
সাক্ষী থাকিস তোরা
মরবি তোরাই মরতে হবে
বাঁচবো শুধু মোরা
সাক্ষী বানাই রক্তের ফুল
নীল পদ্মের নীল
তোদের মাংস খাইতে আসুক
ভীনদেশীদের চিল
সাক্ষী থাকুক জমিন জুড়ে
শ্বেত পায়ারার পাল
এই জমিনে তোরাই খুনি
তোরাই শকুন
খুবলে তোরা
খাবিই দেশের গাল।
বিষয়: বিবিধ
৯১৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন