একটা সহীহ নির্বাচন!

লিখেছেন লিখেছেন মুহাম্মদ সাইফুল ইসলাম ২৫ মে, ২০১৬, ০৬:৪১:১৬ সন্ধ্যা

যারা মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করছে তারা মিথ্যা দিয়েই টিকে থাকতে চেষ্টা করবে এটাই স্বাভাবিক। কিন্তু মানুষ (দুঃখিত এখানে শব্দটি অমানুষ হবে) যে এতটা নির্লজ্ব হতে পারে সেটা হানিফ ইমাম আর নাসিমের মুখের বুলি দেখলেই বুঝা যায়। এত লুটপাট জালভোট মারামারি খুনাখুনি, কেন্দ্র দখল, গোলাগুলি আগেই ব্যালট বাক্স ভর্তি সহ নানা অনিয়মের খবর মিডিয়ায় আসলেও এই বধির লোকগুলোর কানে তা যাচ্ছে না, এমনকি এরা এতটাই অন্ধ যে এদের চোখে এগুলো দৃশ্যমান হচ্ছে না। অবস্থা এমন যে এদের মা কন্যাকে ওদের সামনে কেউ গণধর্ষন করলেও এরা বলবে আমরা কিছু দেখি নাই। আসলে বেহায়া নির্লজ্জ হলে যা হয় এদের অবস্থা তেমনি হয়েছে। টপ টু বোটম প্রতিটি নেতাকর্মীর মুখের ভাষা, ধ্যান ধারনা, মন মগজ কাকতালীয়ভাবে এক ও অভিন্ন নষ্টের পথেই ধাবিত হচ্ছে। চ্যালেঞ্জ করে বলতে পারি আজকের নির্বাচন শেষে একজন আওয়ামীলীগের সমর্থক ও আপনি পাবেন না যে বলবে নির্বাচন সুষ্ঠ হয়নি। কারণ এরা এদের বিবেক জাতির আব্বার কাছে বন্ধক রেখে তারপরে আওয়ামীলীগকে সমর্থন করে। এরা নিজের বাবার নামটা পর্যন্তও বলতে পারে না এমনই একটি ভিডিও দেখলাম চ্যানেল ২৪ এ (ভোট দিতে এসেছে কিন্তু সাংবাদিককে নিজের বাবার নামটা পর্যন্ত বলতে পারছেনা)। অবশ্য যে জাতির নিজস্ব আব্বা আছে তাদের পিতৃপরিচয় থাকার দরকার ও নেই।

এ কোন জালিমের খপ্পরে পড়লাম আমরা, একটা মিথ্য্যা কথাও তাদের মুখে আটকাচ্ছেনা কোথাও। আজকের নির্বাচনে হয়তো কোথাও কোথা বিএনপির প্রার্থী জিতবে আর এই আবাল(BAL) সরকারী লোকেরা বলবে আওয়ামীলীগের প্রার্থী কোথাও কোথাও হেরে গেছে অতএব নির্বাচন সুষ্ঠ হয়েছে।

কবে মুক্তি মিলবে এই মিথ্যুকদের কবল থেকে সোনার বাংলার?

আমাদের জন্য কি একজন নেতা আসবেনা জালিম মুক্ত করতে?

হে পরওয়ারদিগার, তুমি এই জালিমের জুলুম আর মিথ্যুকের কবল থেকে আমাদের রক্ষা করো। আমাদের জন্য একজন সত্যবাদী শাসক পাঠাও আর না হয় এই মিথ্যুকদের বংশসহ নির্বংশ করে দাও (আমীন

বিষয়: বিবিধ

৮৮৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

370111
২৫ মে ২০১৬ রাত ১০:৩৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : হে পরওয়ারদিগার, তুমি এই জালিমের জুলুম আর মিথ্যুকের কবল থেকে আমাদের রক্ষা করো। আমাদের জন্য একজন সত্যবাদী শাসক পাঠাও আর না হয় এই মিথ্যুকদের বংশসহ নির্বংশ করে দাও (আমীন

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File