সমসাময়িক বাস্তবতায় কোর'আন।

লিখেছেন লিখেছেন মহাজাগতিক মুসাফির ১৭ মে, ২০১৬, ০৩:২৭:২৫ রাত

"তোমরা কি মনে করেছো, এমনিতেই তোমরা জান্নাতে প্রবেশ করে যাবে?

অথচ তোমাদের আগে যারা ঈমান এনেছিল তাদের ওপর যা কিছু নেমে এসেছিল এখনও তোমাদের ওপর সেসব নেমে আসেনি।

তাদের ওপর নেমে এসেছিল কষ্ট-ক্লেশ ও বিপদ-মুসিবত, তাদেরকে প্রকম্পিত করা হয়েছিল।

এমনকি সমকালীন রসূল এবং তাঁর সাথে যারা ঈমান এনেছিল তারা চিত্কার করে বলে উঠেছিল, আল্লাহ‌র সাহায্য কবে আসবে?

তখন তাদেরকে এই বলে সান্ত্বনা দেয়া হয়েছিল, অবশ্যই আল্লাহ‌র সাহায্য নিকটেই।"

- সুরা বাকারাহ, ২১৪

বিষয়: বিবিধ

৮৯০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

369367
১৭ মে ২০১৬ সকাল ০৭:৪৩
শেখের পোলা লিখেছেন : কোরআনের বাণী সকল যুগেই নতুন। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File