আকাশ ছোঁয়া স্বপ্নগুলো ও নিরবতার কাছে হার মানে (us-bangla)...
লিখেছেন লিখেছেন অন্তিম পথের যাত্রী ১৪ মার্চ, ২০১৮, ০২:০৭:০১ রাত
গভীর শোক প্রকাশ করছি.বিমান দূর্ঘটনায় নিহত সকলের প্রতি. মহান রবের কাছে তাদের আত্মার মাগফেরাত কামনা করছি.। বাংলাদেশীদের জন্য অত্যন্ত বেদনাময় একটা অধ্যায় এই দুর্ঘটনা।
খুব দুঃখ হয় তাদের জন্য.
রাগিব -রাবেয়া মেডিকেল কলেজ এর স্বপ্নময়ী মেয়েগুলোর জন্য, যারা ডাক্তার হয়ে দূর্গম মানুষের সেবা করার স্বপ্ন দেখেছিলো..
এই প্রসংঙ্গে কিছু কথা না বললে হয়তো নিজের ভিতরে অপরাধ প্রবনতা কাজ করবে।এক জন বিবেকবান মানুষ হিসেবে।. #ত্রিভুবন এয়ারপোর্ট পৃথীবির ভয়ংকর এয়ারপোর্ট গুলোর মধ্যে অন্যতম. যেখানে ল্যান্ডিং করা খুবই কষ্টসাধ্য ও ভয়াবহ. বছর বা মাসের ব্যাবধানে দূর্ঘটনা লেগেই থাকে. গত বছর সেপ্টেগম্বরে প্রান গেছে পাইলট সহ ১৪ জনের। কন্ট্রোল টাওয়ার ভুল সিগনাল দিলো কিনা সেটাই এখন বড় ব্যাপার. নেপাল সরকার এ দায় এড়াতে পারে না। আর কত প্রান গেলে ত্রীভুবন এর বলিদান পর্ব শেষ হবে..?
তারপরেও us -bangla কর্তৃপক্ষ যথাযথ নিয়ম মেনে ফ্লাইট পরিচালনা করেছে কি..?
কেন ছোট২০ বছরের পুরনো বিমান দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করছে...?
এভিয়েশন এ কাজ করা অনেক এর মুখে শুনেছি us-bangla নাকি টাকার বিনিময়ে পাইলট নিয়োগ দেয়, যোগ্যতা মুখ্য বিষয় হয় না অতটা। আর যদি তাই হয় সেটা অবশ্যই ভাবনার বিষয়.আমাদের দেশের বিমান সেবার মান, ব্যাবস্থা কতটা নাজুক আর দূর্নীতিগ্রস্থ সেটা বলার অপেক্ষা রাখে না.আর বেসরকারীতে তো কথাই নাই.।সেই অবস্থায় us-bangla এই রুটে দক্ষ পাইলট দেওয়ার প্রয়োজন ছিলো।, আদৌ কি তারা দিয়েছে দক্ষ পাইলট.?
#বিমান দুর্ঘটনার কারন গুলোর ব্যাখ্যা খারাপ বলেনি.
http://bangladesh-kothai-jai.blogspot.com/2017/07/blog-post_30.html?m=1
বিষয়: বিবিধ
৯৩৯ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন