সময় যখন অসময়

লিখেছেন লিখেছেন অন্তিম পথের যাত্রী ০৪ মে, ২০১৬, ১২:২৯:০১ দুপুর

কলম ধরতে ইচ্ছে করে না...

রাজনীতি আসলে.

অনেক সময় বিবেক এর তাড়নায়.

কলম নিজেই চলতে শুরু করে.

আজও তাই

মানুষের ভেতরের মনুষ্যত্ব .

পরিবর্তন হয়েছে অনেক আগেই.

.

বাহ্যিক রূপ আর মানবতা বোধ এর জন্য .

মানুষকে বিশ্বাস করে সুন্দর আগামীর স্বপ্ন দেখে সবাই

সে যেই হোক.. সবার উপরেই সবার কিছু না কিছু বিশ্বাস থাকে.

যখন দেখি সেই বিশ্বাস এর অমূল্যায়ন.

তখন সৃষ্টি র প্রতি ঘৃণা জন্মে ভেতর থেকে.

সন্ত্রাস এটা আজ কিছু মানুষের রক্ত কনিকার একটা অংশ.

রাজনৈতিক অংঙ্গনেও এটা আজ কাল ফোড়া.

সাংবাদিকতা.

এতটা হলুদ যে হবে.

এটা হয়তো চোখে না দেখলে টেরই পেতাম না.

সাংবাদিক ওদের ওতো জীবন আছে.

আর জীবন বাচানো টাইতো ‪#‎ফরজ‬

থাক সেটা না হয় বাদ.

তবে মজার বিষয়.

অর্থনৈতিক পরিবর্তন এর সাথে

মানুষের রাজনৈতিক দৃষ্টি ভঙ্গির ও পরিবর্তন হচ্ছে.

অপেক্ষা অতটুকুই। 52 . 71. 90., এর মতো গনজোয়ারের

নতূন কোন সূর্যের অানাগোনা দেখা যাবে নতূন প্রভাতে.

আর এর মাসুল দিতে হবে বর্তমান রাজনীতি বিদদের।.

বিষয়: রাজনীতি

১০৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File