কাঠগোলাপ .
লিখেছেন লিখেছেন অন্তিম পথের যাত্রী ০৩ মে, ২০১৬, ০৪:৩০:২৯ রাত
ভোরের স্নিগ্ধতায় ভরা..
ঊষার আলো তখনো হারায়নি..
পূর্ব আকাশের রংধুটাতে..
পাখির কিচির মিচিরে..
কালো জামের রক্তাক্ত দেহগুলো..
ক্ষতবিক্ষত রাস্তাজুড়ে..
ইট বিছানো রাস্তাটা প্রতিদিনই সাত সকালে
রাঙ্গানো হতো.
মিষ্টি রঙ্গের কালো জামে।
নিশাচর দের মত ব্যস্ততা নিয়ে
এগাছ ওগাছ ছুটে বেড়ানো ।
দুরন্ত ছেলেগুলোর ভিড়ে আমারও একটা হৃদয় ছিলো.
এতটা কঠিন ভিবরতা ছিলো...
যা পেছন থেকে বাবার হাতের স্পর্শে.
আবিস্কার করা যেত নিজেকে..
বাবার হাতে হাত রেখে
বাসার পথে পা বাড়ানোর সময়টাতে ও...
চোখ পড়ে থাকতো.
বিস্ময়ের ঘ্রানে ভরা..
কাঠ গোলাপের গাছে......
হাত থেকে ছুটেন পড়ে থাকা কাঠগোলাপ কুড়িয়ে
নিয়ে..
আবারো বাবার হাত ধরে বাসায় ফেরা..
সকাল এর সোনা রোদ মুখে নিয়ে স্কুলে যাওয়া ।
সঙ্গী বাবার হাত।
আর পিডিবি র মিনি বাস...
জানালার পাশে দিগন্ত জুড়ে দৃষ্টি মেলে।
অবাক হয়ে থাকা ...
আর সেই ভিবরতার পুরোটা জুড়েই. রাস্তার মোড়ে
মোড়ে ফুটে থাকা কাঠগোলাপ আর লাল কৃষ্নচুড়া...
দিনশেষে বাসায় ফেরা...
আর ব্যাগ ভরা বই খাতার সাথে এক পশলা
কাঠ গোলাপ আর কৃষ্নছুড়া
বিষয়: বিবিধ
১২৭২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন