আমার মা আমারই জান্নাত

লিখেছেন লিখেছেন আলমগীর ইমন ২২ জানুয়ারি, ২০১৭, ১২:২০:২৯ রাত

আলমগীর ইমন ||

তুমি কি দিতে পারো আপন মানুষের সন্ধান?

যে আমার ব্যথায় ব্যথিত হবে, অশ্রু ঝরাবে!

সফলতায় মুগ্ধ হবে, আনন্দ উযযাপন করবে!

আমি না চাইতেই বুঝে যাবে আমার চাওয়া,

পূরণে মরিয়া হয়ে উঠবে অবিরত ভালোবেসে!

আমার জন্য শেষ রক্তবিন্দুও উৎসর্গ করতে পারে!

সাত'শ কোটির মানুষের ভীড়ে আমাকে খুঁজে নিয়ে-

বুকে জড়িয়ে নিতে পারবে অকৃত্রিম মমতায়!

হয়তো পারবে কিংবা না। তবে আমি পেয়ে গেছি!

যদি পারো- সত্যতা যাচাই করে নাও আমার সঙ্গে

না পারলেও জেনে নাও- সেই আপনজন "মা"!

আমার মা আমারই জান্নাত, আমারই সুখের ঠিকানা

তাঁর আঁচলের ছায়াই আরশের ছায়া আমার

"মা" সৃষ্টিকর্তার কাছ থেকে পাওয়া শ্রেষ্ঠ উপহার!

আমি সৃষ্টিকর্তার নিকট ঋণী- উপহারের জন্য।

আমি আমার মায়ের কাছে ঋণী- ভালোবাসার জন্য।

সৃষ্টিকর্তার নিকট করজোড় প্রার্থনা-

"আমার মা যেনো সবচেয়ে দীর্ঘায়ু মা হোন।"

আমি আমার মাকে ভালোবাসি,

অনেক ভালোবাসি, সবচেয়ে বেশি ভালোবাসি।

মা আমার অনন্যা, পৃথিবীর শ্রেষ্ঠ মা আমার।

চট্টগ্রাম/২১.০১.২০১৭

বিষয়: সাহিত্য

১০৪২ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381384
২২ জানুয়ারি ২০১৭ সকাল ১০:৫০
381386
২২ জানুয়ারি ২০১৭ বিকাল ০৫:৫১
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন :
"মা কথাটি ছোট্ট অতি
কিন্তু জেনো ভাই
ইহার চেয়ে নাম যে মধুর
ত্রিভুবনে নাই।"
-কাজী কাদের নেওয়াজ।

অনেক সুন্দর লিখেছেন কবি সাহেব।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File