বিনোদন

লিখেছেন লিখেছেন আলমগীর ইমন ২০ মে, ২০১৬, ০২:২৫:৪০ দুপুর

বাড়িতে বেকার সময় কাটছে। মাত্রাতিরিক্ত গরম তো আছেই! তার উপর আবার অসুস্থ! মিনিট যেন ঘন্টার গতিতে চলছে! অসহ্য যন্ত্রণা!!

কথায় আছে না, "ইচ্ছা থাকলে উপায় হয়"? হুম, অবশ্যই। লোহাগাড়ার শীর্ষ পর্যায়ের একটি বিদ্যালয়ের প্রথম সাময়িক পরীক্ষার বেশ কিছু উত্তরপত্র মূল্যায়নের সুযোগ হয়। ভাবছিলাম, নিজেকে একটু ব্যস্ত রাখতে পারবো। কিন্তু শুধুই কি ব্যস্ত? বিনোদনও পেয়েছি ঢের! প্রাপ্ত বিনোদন থেকে কিছু আপনাদের জন্য...

১. কষ্ট দিয় বাক্য রচনা করতে গিয়ে এক ছাত্র লিখেছে, "এই দেশে খুব কষ্ট লাগে।"

তাকে সামনে পেলে জিজ্ঞাস করতাম বুকের কোন পাশে কষ্ট লাগে?

২. দেশের নাম জানতে চাওয়া এক প্রশ্নের উত্তরে অন্য একজন লিখেছে, " রাজাকার, আল-বদর বাহিনীর সদস্যরা সুন্দর দেশের অধিবাসী।"

এখন আমার প্রশ্ন, "সুন্দর দেশ" নামক দেশটি কি মঙ্গলগ্রহের মানচিত্রে অবস্থিত?

৩. আরেক প্রশ্নের উত্তরে আরেক গবেষক ছাত্র লিখেছে, "কৃষকেরা ভালো খাদ্য।"

আমার প্রস্তাবনা, আগামি বারে শান্তির জন্য এ অসাধারন আবিষ্কারের জন্য তাকে নোবেল পুরষ্কার দেয়া হোক।

৪. বিপরীত শব্দ লিখতে গিয়ে জনৈক রাজনীতিবীদের ছেলে লিখেছে, "জয় - বাংলা।"

কিছু বলিবার নাই। আমাদের স্লোগানগুলোর বাস্তবিক প্রয়োগ নিজ চোখে অবলোকন করিয়া নিজেকে ধন্য মনে করিতেছি (সাধুভাষা)!

৫. যুগ আর এখন আগের মতো নেই! পাল্টেছে। এই যে দেখুন বল্টু আবেদনপত্রে কী লিখেছে-

"অতঃএব মহোদয়ের নিকট বিনীত প্রার্থনা যে আমাকে উক্ত তিন দিনের ছুটিদান করতে আমি আপনার ছুটি মঞ্জুর করি।"

আমি মোটেও অবাক হয়নি। আপনি?

৬. আরেক ছাত্র লিখেছে, "কৃষকদের কাজ- ভাত খান, কাজ করেন, ধান রোকেন, বাংলাদেশে বাস করেন, বাজার করেন ইত্যাদি।"

বাহ্ বাহ্! অসাধারন!!

৭. শিক্ষকদের সাথে দেখা হলে স্টুডেন্টরা কী প্রত্যাশা করে তা জানতে আপনাদের সরাসরি নিয়ে যাচ্ছি নান্টু মিয়ার কাছে। ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষার এক প্রশ্নের উত্তরে সে লিখেছে, "শিক্ষকদের সাথে দেখা হলে সালাম দেবো এবং হাসাহাসি করবো।"

আমার প্রশ্ন হলো, ইসলাম আর নৈতিকতাকে আলাদা করে কি এসব শিখানো হচ্ছে শিক্ষার্থীদের? ইসলামে কোন নৈতিকতাটি নেই, যেটি শিক্ষা দেয়ার জন্য "ইসলাম ধর্ম ও নৈতিক শিক্ষা" করতে হলো?

বিষয়: বিবিধ

১০৬২ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

369702
২১ মে ২০১৬ সকাল ০৮:৩২
শেখের পোলা লিখেছেন : জিপিএ-৫ এরাই পায়। যেমন এক ছাত্র কাঁঠালের রচনায় লিখেছিল। 'দেশ স্বাধীন করে আমরা কাঁঠাল পেয়েছি। শিক্ষার মান এখন আগের চেয়ে অনেক ভাল, পাশের হার তাই বলে। ভিতরে ফোঁপরা থাকনা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File