অতঃপর-২

লিখেছেন লিখেছেন আলমগীর ইমন ১৬ মে, ২০১৬, ০৭:৩২:০১ সন্ধ্যা

"রাতুল ভাইয়া, রাতুল ভাইয়া!

রাতুল ভাইয়া...!"

আমি হাঁটার সময় পেছনে তাকার বিধান আমার অভিধানে না থাকলেও, কোন মেয়ে এতে মধুর সুরে কোন রাতুল ভাইয়াকে ডাকছে আজ দেখতে ইচ্ছে করছে। যা ইচ্ছা তাই কাজ। আশেপাশে কাউকে দেখছি না। মেয়েটা আমার দিকে তাকিয়ে আছে আর এগিয়ে আসছে। না, আমি তো রাতুল নই, ইমন। আমাকে কেনই বা ডাকবে? হয়তো পেছন থেকে কোন পরিচিত রাতুল মনে করেছিলো অথবা মোবাইলে কারো সাথে কথা বলেছিলো; আমার ফিরিয়ে তাকায় আমার দিকে চেয়ে আছে।

আমি আবার আমার পথে হাঁটা শুরু করলাম। ফের ডাকা শুরু করলো মেয়েটি, "রাতুল ভাইয়া, রাতুল ভাইয়া!"

আমি রাস্তার ধারে বৃক্ষটির(কাঠ বাদাম) ছায়ায় দাঁড়ালাম। আমি যে রাতুল না ওটা বলতে হবে। মেয়েটি এগিয় আসছে, পরিচিত পরিচিত মনে হচ্ছে; কিন্তু ঠিক চিনতে পারছি না। কিছু মানুষ আছে যাদের কোনদিন না দেখলেও পরিচিত মনে হয়। কেমন আছি জানতে চেয়েছিল। "এইতো চলছে! আপনার কী অবস্থা? আপনি হয়তো আমাকে অন্য কেউ ভেবে ডাক দিয়েছেন!" আমার জবাব যে মেয়েটির পছন্দ হলো না তা মেয়েটির চোখ দেখেই বুঝতে বেশি কষ্ট হলো না।

তবে নিমিশেই কাটিয়ে উঠে মেয়েটি বলল, "আমি চন্দ্রিকা।"

"চন্দ্রিকা..." আমি মনে করার চেষ্টা করছি। কিন্তু স্মরণশক্তি কম হয়ায় মনে করতে পারছি না।

"মনে পড়ছে না তো!? আপনার "অতঃপর" গল্পের নায়িকা!"

আমি যেন ছোট্ট একটা ধাক্কা খেলাম! "আ..আপনি!"

"হুম আমি। খুব সহজে ভোলে গেলেন দেখি। অবশ্য দোষটা আমারই! সে যে ক্ষণিকের দেখার পরে আর দেখা দিলাম না। বাতিঘরে অবশ্য আরো কয়েকবার দেখেছি আপনাকে। আমি ইচ্ছে করে দেখা দেইনি। কেনই বা দেখা দিবো! আমি তো ভেবেছি, আপনিই আমাকে খুঁজে নেবেন। কিন্তু নেননি। এই ছিলো আপনার ভালোলাগা!"

"অতঃপর, চন্দ্রিকা, বাতিঘর- আপনি এসব জানেন কিভাবে?

"সবাইকে কি নিজের মতো মনে করেন?"

"একদমই না। সাত'শ কোটি মানুষ সাত'শ কোটি বৈশিষ্ট্যের। আমার প্রশ্নের উত্তর পাইনি।"

"জানলে কী করবেন?"

"কোন সিদ্ধান্ত নিয়ে রাখিনি। জানার পরে বিবেচনা করবো।

"টেলেন্ট! অতিরিক্ত মেধা অপচয় করেন না দেখছি!"

"তাই বলতে পারেন। কিন্তু উত্তর...?"

চলবে...

বিষয়: সাহিত্য

৯১৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File