ছুটির দিন
লিখেছেন লিখেছেন আলমগীর ইমন ৩০ এপ্রিল, ২০১৬, ১২:৫৯:১৮ রাত
বিস্তৃত জনসমুদ্র।
যে যার মতো ছুটছে,
কেউ বা বসে আছে,
কেউ দাঁড়িয়ে।
কেউ আসছে,
কেউ যাচ্ছে,
কেউ বা মোবাইল হাতে হারিয়ে যাচ্ছে ভিনগ্রহে!
কেউ বাদাম চিবাচ্ছে,
কেউ করছে শরীর চর্চা,
কেউ বা সেলফি চর্চা।
কেউ হাসছে অট্টহাসি,
কেউ হাসছে মুচকি
চোখের কোণে তার প্রিয় মানুষটির দিকে তাকিয়ে।
কেউ গান করছে,
কেউ বা কবিতা আবৃত্তি।
কেউ করছে আলাপ,
কেউ বা গল্প।
কেউ হাত মুখে বসে আছে
তার প্রিয় মানুষটির অপেক্ষায়।
কেউ নির্বাক তাকিয়ে আছে বিস্তৃত আকাশ পানে।
কেউ আছে অভিমানে,
কেউ দাঁড়িয়ে ঘুমে!
কেউ ধরে আছে-
তার ছোট বাচ্চাটির হাত,
নিলয় তার অহনার।
অহনা নিলয়ের কাঁধে মাথা রেখে ধরেচে ঘুমের ভান।
ছুটির দিন বলে-
এতো লোকের আনাগোনা,
মেলাতুল্য উৎসব মুখর,
দাখিনা বাতাসের আনন্দ মিছিল,
আমিও বসে আছি-
শিশির তলা, নজরুল স্কয়ার।
চুলে সাদা রঙ করা লোকটি এসে
আমায় জিজ্ঞেস করছে, "এটাই কি ডিসিহিল?"
বৃদ্ধা তার ঠিকানা পেয়েছে।
পাখিগুলোও পেয়েছে নীড়।
কিন্তু কেউ আমায় জিজ্ঞেসও করেনি,
আমি কেন একা একা
বসে আছি শিশির তলা!
কখনো মুখে হাত দিয়ে,
কখনো চুল ছিড়ে,
কখনো আনমনা হয়ে,
কখনো একখানা সেল্ফি তুলে গভীর নীরবে।
এভাবে কেটে গেল এক প্রহর
কে জানে কিভাবে কাটে কতো প্রহর!?
বিষয়: সাহিত্য
৮৪৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন