সৎকার।

লিখেছেন লিখেছেন সুজন কুতুবী ০১ আগস্ট, ২০১৬, ০১:৫৩:৩০ রাত



এক ঢিবি মাংস,

কাঁধে করে নিয়ে যাচ্ছে চারজন ঘাতক ।

যারা মৃত নগরীকে শুনায়,

বিষাদের সাঁনাই ।

চারজনের একজন বললো,

দেখ, শাদা জামা পরনে ছিল,

হয়ে গেল আকাশ,

ভাগ্যের এ কী নির্মম পরিহাস ।

একজন বলল,

দেখ পেছনে আছে ক্লান্ত নগরী ।

মাংসের পায়ে পরানো হল বেড়ি ।

মাংসের স্তুপ,

করে আছে চুপ ।

তৃতীয়জন বলল,

দেখ ভাইসব,

চারদিকে এ কী কলরব !

স্নানের রক্ত পড়ছে গড়িয়ে,

কী করে যাই ?

পা দিয়ে মাড়িয়ে ।

শেষজন বলল,

দেখ, সামনে কত গোর !

কোথা যে রাখি,

সিক্ত আঁখি ।

মাংসের স্তুপ,

এবারেও রইল চুপ।

বিষয়: বিবিধ

১০১৬ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375699
০১ আগস্ট ২০১৬ সকাল ১১:৪৩
376450
১৮ আগস্ট ২০১৬ বিকাল ০৪:৫৯
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভাল লাগলো। আশাকরি আরো লিখবেন, ধন্যবাদ।
377353
০৮ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০২:৩৫
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ আপনাকে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File