অনুগল্প (অপরাহ্নের অংশবিশেষ)।
লিখেছেন লিখেছেন সুজন কুতুবী ২৭ জুলাই, ২০১৬, ০৬:২৩:৫৬ সন্ধ্যা
একদিন আমার স্ত্রীকে ব্যালকনিতে উদাস
হয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে
থাকতে দেখলাম। গিয়ে প্রশ্ন করি,
-- দিনের বেলা আকাশের তারা গুনতেছো
নাকি?
--তারার মাঝে একজনকে খুঁজতেছি।
--ও'মা, তাই নাকি? কে সে সৌভাগ্যবান
যে রানী সাহেবার নজর কাড়তে পেরেছে?
-- তুমি তাকে চিনবে না।
(খটকা লাগলো মনে)
-- আমি চিনিনা মানে?
-- হ্যাঁ, তুমি তাকে এখনো আবিষ্কার করতে
পারোনি।
তার এসব দর্শনিক তত্ত্ব আমি বুঝিনি বলে
আর কোন প্রশ্ন করিনি। তাকে দিনের
বেলা তারা গুনতে দিয়ে আমি পত্রিকা
নিয়ে বসলাম।
তাকে স্ত্রী হিসেবে পেয়ে আমি সত্যিই
সৌভাগ্যবান ছিলাম। আমার মনের সব
অবস্থা সে আপনা-আপনি বুঝতে পারতো।
আমার সুখ-দুঃখ, চিন্তা, স্বপ্ন সবকিছু নিজ
থেকে আঁচ করতে পারতো ।
আসলে এমন স্ত্রী সবার ভাগ্যে হয়না।
বিষয়: বিবিধ
১১৯৭ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন