যাকাতের অন্যতম কিছু উপকারিতা

লিখেছেন লিখেছেন ইসলাম কিংডম ১৪ জুন, ২০১৭, ০৯:৫৬:৫৫ রাত

যাকাত হলো আত্মা, সম্পদ ও সমাজকে বিশুদ্ধকারী ও সম্পদ বৃদ্ধিকারী। আর যাকাত হলো ধনীদের সম্পদে গরিবদের জন্য ধার্যকৃত অধিকার বা পাওনা। যাকাতের গুরুত্ব ইসলামে অপরিসীম। যাকাতকে ইসলামের পঞ্চমূলে অন্তর্ভুক্ত করা যাকাতের গুরুত্ব ও মর্যাদার সুস্পষ্ট প্রমান। যাকাতের অন্যতম কিছু উপকারিতা নিম্নে উল্লেখ করা হলো:

১- যাকাত মানব আত্মাকে কৃপণতা ও লোভ লালসার ত্রুটি থেকে পবিত্র করে।

২- যাকাত দরিদ্রদের সহযোগিতা করে, মুখাপেক্ষীদের প্রয়োজন মেটায়, এবং বঞ্চিতদেরকে সহযোগিতা করে।

৩- যাকাত সর্বসাধারণের মঙ্গল প্রতিষ্ঠা করে যার উপর মানুষের জীবন ও কল্যাণ নির্ধারিত হয়।

৪- যাকাত সম্পদকে পুঞ্জীভূত করার মানসিকতায় লিপ্ত ধনী এবং ব্যবসায়ীদের জন্য এটি একটি সীমারেখা; যাতে সম্পদ কোন গোত্রের নিকট অথবা কোন ধনীর নিকট আবদ্ধ না থাকে।

৫- আর নিশ্চয় যাকাত ইসলামী সমাজকে এমনভাবে তৈরী করে যেন তা একই পরিবার। যাকাত সমাজে সবলের সাথে দুর্বলের এবং ধনীর সাথে দরিদ্রের সু-সম্পর্ক স্থাপন করে।

৬- যাকাত মানুষের মনে ধনীদের উপর যে ক্রোধ ও ক্ষোভ আছে তা দূরীভূত করে দেয় এবং আল্লাহ তায়ালা তাদেরকে নেয়ামত দেয়ার ফলে তাদের প্রতি যে হিংসা বিদ্বেষ থাকে তাও নিঃশেষ করে দেয়।

৭- যাকাতবিভিন্ন অর্থনৈতিক অপরাধ কমিয়ে আনতে সহায়তা করে, যেমন চুরি, লুণ্ঠন, ডাকাতি ইত্যাদি।

৮- মালকে পবিত্র করে এবং মাল বৃদ্ধি করে।

যাকাত হল ইসলামের স্তম্ভের মধ্যে একটি অন্যতম স্তম্ভ। আর তার গুরুত্ব এতো বেশি, যেন যাকাত ছাড়া ইসলাম পরিপূর্ণ হয় না। যাকাত সম্পর্কে বিস্তারিত: ••► bn.islamkingdom.com/s1/4882

বিষয়: বিবিধ

৭৪১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File