বিভিন্ন বিষয়ে যা কিছু প্রথম

লিখেছেন লিখেছেন ইসলাম কিংডম ১৪ মে, ২০১৭, ০৬:১২:১৬ সন্ধ্যা

• কিয়ামতের বড় আলামত গুলোর মধ্যে সর্বপ্রথম আলামত: পশ্চিম দিক হইতে সূর্য উদিত হওয়া।

• কিয়ামতের দিন সর্বপ্রথম সুপারিশকারী: মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

• জান্নাতিরা জান্নাতে প্রবেশ করার পর তাঁদের সর্বপ্রথম খাবার হবে: মাছের কলিজা।

• কিয়ামতের দিন মানুষের যে অঙ্গ সর্বপ্রথম কথা বলবে এবং তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে: যৌনাঙ্গ ও দুই হাত।

• উম্মতে মুহাম্মদির যে আমলটি সর্বপ্রথম হিসাব হবে: পাঁচ ওয়াক্ত নামায।

• কিয়ামতের দিন মানুষের মাঝে সর্বপ্রথম যে বিষয়ের ফায়সালা করা হবে: রক্তের ফায়সালা।

• কিয়ামতের দিন জমিন থেকে যিনি সর্বপ্রথম উঠবেন: মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

• উম্মতে মুহাম্মদির মধ্যে যিনি সর্বপ্রথম আমলনামা ডানহাতে পাবেন: উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু ‘আনহু।

• ধনী সাহাবায়ে কেরামদের মধ্যে যিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন: আবদুর রাহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু ‘আনহু।

• উম্মতে মুহাম্মদির মধ্যে যিনি সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবেন: আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ‘আনহু।

• আল্লাহ যাকে সর্বপ্রথম সালাম করবেন এবং যিনি সর্বপ্রথম আমলনামা ডানহাতে পাবেন: উমার ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু ‘আনহু।

• সর্বপ্রথম যার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হবে: মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

• কিয়ামতের দিন নবীদের মধ্যে সর্বপ্রথম যিনি তাঁর স্ত্রী থেকে মুখ ফিরিয়ে নেবেন: লূত আলাইহিস সালাম।

• সর্বপ্রথম যিনি জান্নাতের দরজার কড়া নাড়াবেন: মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।

• কিয়ামতের দিন সর্বপ্রথম যাকে বস্ত্র পরিধান করানো হবে: ইবরাহীম আলাইহিস সালাম।

• আল্লাহর রাস্তায় সর্বপ্রথম যিনি ঘোড়া নিয়ে ছুটিয়েছিলেন: মিক্বদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু ‘আনহু।

• মদীনার সর্বপ্রথম আমীর ছিলেন: সাহাল বিন হুনাইফ রাদিয়াল্লাহু ‘আনহু।

• মিসরের সর্বপ্রথম আমীর ছিলেন: আমর ইবনুল আছ রাদিয়াল্লাহু ‘আনহু।

বিভিন্ন বিষয়ে যা কিছু প্রথম এর বিশাল কালেকশন, বুকমার্ক করে রাখতে পারেন:https://bn.islamkingdom.com/যা-কিছু-প্রথম

বিষয়: বিবিধ

৭৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File