যাকাতের অন্যতম কিছু উপকারিতা

লিখেছেন লিখেছেন ইসলাম কিংডম ২১ জুন, ২০১৬, ০৪:৪৫:৫৬ বিকাল

যাকাত হলো আত্মা, সম্পদ ও সমাজকে বিশুদ্ধকারী ও সম্পদ বৃদ্ধিকারী। আর যাকাত হলো ধনীদের সম্পদে গরিবদের জন্য ধার্যকৃত অধিকার বা পাওনা। যাকাতের গুরুত্ব ইসলামে অপরিসীম। যাকাতকে ইসলামের পঞ্চমূলে অন্তর্ভুক্ত করা যাকাতের গুরুত্ব ও মর্যাদার সুস্পষ্ট প্রমান। যাকাতের অন্যতম কিছু উপকারিতা নিম্নে উল্লেখ করা হলো:

১- যাকাত মানব আত্মাকে কৃপণতা ও লোভ লালসার ত্রুটি থেকে পবিত্র করে।

২- যাকাত দরিদ্রদের সহযোগিতা করে, মুখাপেক্ষীদের প্রয়োজন মেটায়, এবং বঞ্চিতদেরকে সহযোগিতা করে।

৩- যাকাত সর্বসাধারণের মঙ্গল প্রতিষ্ঠা করে যার উপর মানুষের জীবন ও কল্যাণ নির্ধারিত হয়।

৪- যাকাত সম্পদকে পুঞ্জীভূত করার মানসিকতায় লিপ্ত ধনী এবং ব্যবসায়ীদের জন্য এটি একটি সীমারেখা; যাতে সম্পদ কোন গোত্রের নিকট অথবা কোন ধনীর নিকট আবদ্ধ না থাকে।

৫- আর নিশ্চয় যাকাত ইসলামী সমাজকে এমনভাবে তৈরী করে যেন তা একই পরিবার। যাকাত সমাজে সবলের সাথে দুর্বলের এবং ধনীর সাথে দরিদ্রের সু-সম্পর্ক স্থাপন করে।

৬- যাকাত মানুষের মনে ধনীদের উপর যে ক্রোধ ও ক্ষোভ আছে তা দূরীভূত করে দেয় এবং আল্লাহ তায়ালা তাদেরকে নেয়ামত দেয়ার ফলে তাদের প্রতি যে হিংসা বিদ্বেষ থাকে তাও নিঃশেষ করে দেয়।

৭- যাকাত বিভিন্ন অর্থনৈতিক অপরাধ কমিয়ে আনতে সহায়তা করে, যেমন চুরি, লুণ্ঠন, ডাকাতি ইত্যাদি।

৮- মালকে পবিত্র করে এবং মাল বৃদ্ধি করে।

যাকাত হল ইসলামের স্তম্ভের মধ্যে একটি অন্যতম স্তম্ভ। আর তার গুরুত্ব এতো বেশি, যেন যাকাত ছাড়া ইসলাম পরিপূর্ণ হয় না।

বিস্তারিত পড়তে ••► bn.islamkingdom.com/s1/4882



বিষয়: বিবিধ

৮৭৩ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372808
২২ জুন ২০১৬ রাত ০৪:৪০
শেখের পোলা লিখেছেন : ভাল লাগল। আর জাকাত হল যদি নিজের মালে অন্যের হক না মানতে চাও আর খরচ না করতে চাও তবে অন্নতঃ জাকাতটা দাও। (মিনিমাম রিকোয়ারমেন্ট)ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File