যাকাত ফরজ করার হিকমত
লিখেছেন লিখেছেন ইসলাম কিংডম ১৮ জুন, ২০১৬, ০৪:০৭:০৯ বিকাল
কুরআন ও সুন্নাহের ভাষ্য স্পষ্টতই প্রমাণ করে যে, যাকাত হল ইসলামের স্তম্ভের মধ্যে একটি অন্যতম স্তম্ভ। আর তার গুরুত্ব এতো বেশি, যেন যাকাত ছাড়া ইসলাম পরিপূর্ণ হয় না। যাকাত ফরজ করার কিছু হিকমত নিম্নে তুলে ধরা হলোঃ
• যাকাত কৃপণতা, পাপ ও অন্যায় থেকে মানব-অন্তর পবিত্র করে। আল্লাহ তাআলা বলেন: (তাদের সম্পদ থেকে সদকা নাও। এর মাধ্যমে তাদেরকে তুমি পবিত্র ও পরিশুদ্ধ করবে।) [সূরা আত-তাওবা:১০৩]
• যাকাত সম্পদ পবিত্র ও বৃদ্ধি করে এবং তাতে বরকত আকৃষ্ট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘সদকা কোনো সম্পদকে কমিয়ে দেয়নি।’(বর্ণনায় মুসলিম)
• আল্লাহ তাআলার নির্দেশ বাস্তবায়নের ক্ষেত্রে মানুষ আনুগত্য প্রকাশ করে কি না, আল্লাহর ভালোবাসাকে সম্পদের ভালোবাসার ওপর প্রাধান্য দেয় কি না, এ ব্যাপারে পরীক্ষা করে দেখা।
• যাকাত দরিদ্রদের প্রতি সহমর্মিতা প্রদর্শন ও অভাবীদের প্রয়োজন পূরণ করে। এর মাধ্যমে মুসলমানদের পরস্পরের মাঝে মহব্বত বৃদ্ধি পায় এবং মুসলিম সমাজের সদস্যদের মাঝে সর্বোচ্চ পর্যায়ের সামাজিক সহযোগিতা কায়েম হয়।
• যাকাত আল্লাহর পথে দান-খয়রাত ও সম্পদ ব্যয়ের অভ্যাস গড়ে তোলে।
যাকাত ফরজ করার হিকমত গুলো সম্পর্কে বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন ••►
bn.islamkingdom.com/s1/4882
বিষয়: বিবিধ
৯৪৩ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন