ইসলামি শরীয়তে যাকাতের অবস্থান

লিখেছেন লিখেছেন ইসলাম কিংডম ১৫ জুন, ২০১৬, ০৭:২৩:৪৬ সন্ধ্যা

আভিধানিক অর্থে যাকাতঃ বৃদ্ধি পাওয়া, বর্ধিত হওয়া। শরয়ী পরিভাষায় যাকাতঃ নির্দিষ্ট পরিমান সম্পদ যা সুনির্দিষ্ট সময় বিশেষ মানবগোষ্ঠিকে প্রদান করা হয়।

যাকাতের অবস্থানঃ

যাকাত ইসলামের ফরজকর্মসমূহের একটি এবং ইসলামের তৃতীয় রুকন। আল্লাহ তাআলা বলেন: (তোমরা নামাজ প্রতিষ্ঠা করো ও যাকাত প্রদান করো।) [ সূরা আন-নূর:৫৬]।

নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,‘ইসলাম পাঁচটি বিষয়ের ওপর নির্মিত: এ সাক্ষ্য দেয়া যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। নামাজ প্রতিষ্ঠা করা। যাকাত প্রদান করা। বায়তুল্লাহর হজ্ব করা ও রমজানের রোজা রাখা।’(বর্ণনায় বুখারী ও মুসলিম)

যাকাতের গুরুত্ব ইসলামে অপরিসীম। যাকাতকে ইসলামের পঞ্চমূলে অন্তর্ভুক্ত করা যাকাতের গুরুত্ব ও মর্যাদার সুস্পষ্ট প্রমান। যাকাতের উপকারিতা সমূহে চিন্তাভাবনা করলে যেকোন বিবেকবানই এই বিধানটির গুরুত্ব ও তাৎপর্য অনুধাবন করতে পারবে। যাকাত হলো আত্মা, সম্পদ ও সমাজকে বিশুদ্ধকারী ও সম্পদ বৃদ্ধিকারী।

যাকাত সম্পর্কে এবং যাকাতের মাসায়েল গুলো বিস্তারিত জানতে এই লিংকে ক্লিক করুন ••►

bn.islamkingdom.com/s1/488



বিষয়: বিবিধ

৯২৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

372097
১৬ জুন ২০১৬ রাত ০২:৫৬
শেখের পোলা লিখেছেন : ভালো লাগল। অনেক ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File