ইসলামের শিক্ষাসমূহ মানবজাতির কল্যাণের দিকে ডাকে
লিখেছেন লিখেছেন ইসলাম কিংডম ১২ মে, ২০১৬, ০৫:৪৪:৫৭ বিকাল
ইসলাম সব সময় কল্যাণের দিকে ডাকে, তার প্রতিটি বিধানে মানবজাতির কল্যাণ আছে, রাস্তাই পরে থাকা কোনো জিনিস যেটা মানুষের ক্ষতি করতে পারে এটা সরাই দেওয়াও ইসলামের হুকুম। আল্লাহ তায়ালা বলেনঃ “তোমরা মানবগোষ্ঠীর জন্য এক শ্রেষ্ঠ সমাজরূপে উত্থিত হয়েছ, -- তোমরা ন্যায়ের পথে নির্দেশ দাও ও অন্যায় থেকে নিষেধ করো, আর আল্লাহ্তে বিশ্বাস রাখো ...”। (সুরা আলে ইমরান, আয়াতঃ ১১০)।”“গোল্ড জিহের” ইহুদী প্রাচ্যবিশেষজ্ঞ, তিনি ইসলাম নিয়ে গবেষণা করেছেন, তিনি বলেনঃ "আমরা যদি ইসলামের প্রতি সুবিচারক হই, তবে আমাদের একথার সাথে একমত হওয়া অত্যাবশ্যকীয় যে, ইসলামের শিক্ষাসমূহ কার্যকর শক্তিশালী, যা কল্যাণের দিকে ডাকে। এ শক্তিতে শিক্ষাপ্রাপ্ত হলে মানুষ উত্তম জীবন লাভ করতে পারে,যাতে নৈতিকতার দৃষ্টিকোণে কোন অপরিচ্ছন্নতার অবকাশ থাকেনা। ইসলামের এ সব শিক্ষাসমূহ আল্লাহর সমস্ত সৃষ্টির প্রতি দয়া, মানুষের সাথে আমানত রক্ষা, ভালবাসা, ইখলাস ও কুরিপু দমন ইত্যাদির দিকে ডাকে। এভাবে সব ভাল গুনের দিকে আহবান করে। এর ফলে একজন সঠিক মুসলমান নৈতিকতার যাবতীয় সূক্ষ্ম ধারা তার জীবনে প্রস্ফুটিত করে সুন্দর জীবন যাপন করে"। কোথাই কোন মুসলমানে কি করছে এটা নিয়ে আমরা ইসলামের উপর হুকুম লাগাতে পারবনা, আমাদের দেখতে হবে ইসলাম কি বলে। ভাল কাজ করা, আর খারাপ কাজ, কথা থেকে বিরত থাকা ইসলামে ঈমানের অংশ।
bn.islamkingdom.com/s1/534
বিষয়: বিবিধ
১০১১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন