যবানের হিফাযত

লিখেছেন লিখেছেন ইসলাম কিংডম ১০ মে, ২০১৬, ০৪:৪০:০২ বিকাল

যে বিষয়টি গুরুত্বহীন, অপ্রয়োজনীয় তা থেকে বিরত থাকা নিজের ইসলামকে সৌন্দর্যমণ্ডিত করার আলামত। হাদীসে এসেছে, আবু হুরায়রা রাযি. থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন: “ মানুষের মধ্যে ইসলামের সৌন্দর্যের আলামত হলো এমন জিনিস বর্জন করা যা তার জন্য গুরুত্বপূর্ণ নয় ” (তিরমিযী)। তিনি আরও বলেনঃ “ যে ব্যক্তি আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে সে সে যেন ভালো কথা বলে অথবা চুপ থাকে ” (বুখারী ও মুসলিম)। আর বেশি কথা বললে মানুষের কথার মূল্য থাকে না, জন স্মিথ বলেনঃ “ যে প্রায়ই অবান্তর কথা বলে, প্রয়োজনের সময় তার যথার্থ মূল্যবান কথায়ও বিন্দুমাত্র মূল্য থাকে না ”।

বিস্তারিত পড়তে এই লিংকে ক্লিক করুন ••►

bn.islamkingdom.com/s2/46660



বিষয়: বিবিধ

৮৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File