গুনাহ করছেন? নৈরাশ হবেন না, আল্লাহ তায়ালা অনুতপ্ত ব্যক্তির পাপ মার্জনা করেন

লিখেছেন লিখেছেন ইসলাম কিংডম ০৩ মে, ২০১৬, ০৭:০৯:১৩ সন্ধ্যা



আল্লাহ তায়ালার নাম ও গুণাবলীর উপর ঈমান আনার ফলে বান্দার মাঝে যেসব প্রভাব ও উপকারিতা পরিলক্ষিত হয়, তার মধ্যে একটি হলো, বান্দা গুনাহ করেও ভয় পেয়ে যায় না, কারন সে জানে যে- আল্লাহর একটি নামঃ আত্-তাওয়াব, ইহার অর্থ হলঃ তওবা কবুলকারী। আল্লাহ তায়ালা তওবাকারীর তওবা সর্বদা কবুল করেন। অনুতপ্ত ব্যক্তির পাপ মার্জনা করেন। যে কেউই আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে তিনি তার তওবা কবুল করেন। তিনি তওবা কবুলকারী..যিনি পরম অনুগ্রহে আপন বান্দাদের জন্য তওবার বিধান রেখেছেন; বরং এর চেয়ে বড় কিছুরও প্রতিশ্রুতি দিয়েছেন। সেটা হলো- তিনি গুনাহকে পূণ্যে পরিবর্তিত করার ওয়াদা করেছেন। আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ যে গোনাহ, করে কিংবা নিজের অনিষ্ট করে, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে, সে আল্লাহকে ক্ষমাশীল, করুণাময় পায়। (সূরা: আন-নিসা, আয়াত: ১১০)

bn.islamkingdom.com/s2/48002

বিষয়: বিবিধ

৮২৬ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

367917
০৩ মে ২০১৬ রাত ০৮:১৯
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : এত পাপ করেছি তবুও কি আল্লাহ ক্ষমা করবেন?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File