এক দিন কি চার কাঁধে চড়তে হবে না?

লিখেছেন লিখেছেন ইসলাম কিংডম ২১ এপ্রিল, ২০১৬, ০৬:৪৫:১৯ সন্ধ্যা

মৃত্যুর মতো সত্যি পৃথিবীতে আর কিছু নেই। মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেন- বলুন, তোমরা যে মৃত্যু থেকে পলায়নপর, সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখামুখি হবে, অতঃপর তোমরা অদৃশ্য, দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে। তিনি তোমাদেরকে জানিয়ে দিবেন সেসব কর্ম, যা তোমরা করতে। (সূরা: আল-জুমুয়া, আয়াত: ৮)

মুহাম্মদ শহীদুল্লাহর ভাষায়ঃ

“ বিদায়ের সেহনাই বাজে

নিয়ে যাবার পালকি এসে দাঁড়ায় দুয়ারে

সুন্দর পৃথিবী ছেড়ে

এই যে বেঁচে ছিলাম

দীর্ঘশ্বাস নিয়ে যেতে হয়

সবাইকে

অজানা গন্তব্যে

হঠাৎ ডেকে ওঠে নাম না জানা পাখি

অজান্তেই চমকে ওঠি

জীবন, ফুরালো নাকি!

এমনি করে সবাই যাবে, যেতে হবে… ” (নেট থেকে)।

বন্ধুরা, আমাদের সবারই এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে হবে একদিন, আপন পিতা মাতা, ভাই বোন, মারা যায় কিন্তু জানাজার নামাজ পরতে গিয়ে মাসায়েল গুলো জানা থাকে না, বিদায় বেলায় আপনজনের সামান্য হকও আদায় করতে পারি না।তাই জানাজার মাসায়েল গুলো আমাদের সবার জানা থাকা দরকার।

বিষয়: বিবিধ

৯৭১ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366667
২১ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৫১
শেখের পোলা লিখেছেন : তাতো জানালেন না!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File