অসভ্য স্বাধীনতা

লিখেছেন লিখেছেন চাতক ১৭ এপ্রিল, ২০১৬, ০৮:০২:৪২ সকাল

অসভ্য স্বাধীনতা এখন ক্রসফায়ারের ভাষায় কথা বলে

ফেলানীর মত ঝুলতে ঝুলতে একবার 

রাজনের লাশের দিকে তাকিয়ে থাকে ।

কিরিচের কোপে কোপে বিশ্বজিতের স্বাধীনতার উদযাপন ।

কি আনন্দময় !

তারপর একদিন ফরাসি বিপ্লবের গিলোটিন রোবসপিয়ারের গলায় ।

সাহসী মুরগী 

স্বাধীন দেশ

মোরগের অট্টহাসি ।

সাদা পায়জামার প্রতিশ্রুতি আমার মনে থাকে ।

পরাধীন হবার স্বাধীনতাটুকু দাও !

বিষয়: সাহিত্য

৯৩৯ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365962
১৭ এপ্রিল ২০১৬ দুপুর ০২:২৩
টালের পাখা লিখেছেন : লেখককে বলছি, স্বাধীনতা অসভ্য নয়, তাকে কলঙ্কিত করছি আমরা লোভী মানুষেরা।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File