'তোমায় ভালবাসি মা'
লিখেছেন লিখেছেন জড়তা ১৪ এপ্রিল, ২০১৬, ০১:০৬:১৩ দুপুর
"লজ্জিত"
- জড়তা
করেছি মস্ত ভুল,
ভেবে যে পাইনা কুল;
নিজের অগচরেই, বিদ্যার অভাবে কিনা জানি না
দিয়াছি শুধুই কষ্ট,
করেছি সময় নষ্ট;
ন্যায় অন্যায়ের প্রশ্নে, নিজেকে ভাবতাম সুবিচারক
জানতাম না ভাল সমাস,বিধেয়,কারক;
নিজেকে ভাবতাম জ্ঞানী,বিদ্যান
ভাবতাম, জানি অনেক কিছুর সমাধান।
শত বাধা সত্ত্বেও দুষ্টুমি করতাম
আর, তোমার জন্য অপমান বয়ে আনতাম।
বাধা যায় না মনকে,
দুঃখ দিয়েছি কত জনকে,
সে ঘাঁ শুকিয়েছে কবে, কিন্তু হায়
করলাম কি? গত হওয়া কাল রাত্রে।
বলে ফেলেছি অনেক আজগুবি, অসহনীয়
কত বড় বড় কথা অবাঞ্ছনীয়;
আমার মন জানে তা কখনোই
মা, তোমাকে কষ্ট দেবার জন্য ছিলনা।
এই ভবের দুনিয়ার মোহে পড়ে
করেছি বেয়াদবি, তা বুঝেছি ক্ষণ পরে।
কিন্তু মা, যে দুঃখ তোমায় দিয়েছি
তা কি কখনো যাবে সরে??
ক্ষমা চাওয়ার জন্যই লিখেছি,
কারন মনের কথা মুখের চাইতে
কলম ভালভাবে তুলে ধরে তা বুঝেছি।
তারিখ, দিন, সময়ের কথা নাইবা বললাম;
কিন্তু তুমি জান মা, তোমার ছেলে
তোমাকে কতটা ভালবাসে।।
বিষয়: বিবিধ
৭৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন