ভুল বইয়ের কারনে কোটি কোটি শিক্ষার্থী ভুল পড়বে।

লিখেছেন লিখেছেন 'আবদুর- 'রাজ্জাক' ২৭ জানুয়ারি, ২০১৭, ০৯:৩৬:২০ রাত

১ম শ্রেণীর বইয়ে ‘ও তে ওড়না’ তোলপাড় ফেলে দেয়। ৩য় শ্রেণীর কুসুমকুমারী দাসের (আদর্শ ছেলে) কবিতার বিকৃতিসহ নানা অসঙ্গতি চিহ্নিত করে পোস্ট করা হয়। আলোচনায় এসেছে পাঠ্যবইয়ের আরো বেশ কিছু ভুল।

.

এই ভুল কেন হয়?

আমার মতে এখানে সরকারের দোষ নাই সব দোষ তাদের যারা পরীক্ষার আগেই 2-3 লাখ টাকা ঘুষ দিয়ে প্রশ্ন কিনে পরীক্ষা দিয়ে পাশ হয়। Tongue

আর তারা সে নকল সার্টিফিকেট দিয়ে চাকরি নেয় চাকরি পাই কিন্তু যোগ্যতা বলতে কিছু ও নাই। Tongue

.

সরকারি চাকরি গুলোর ব্যপারে কিছু হলে ও জানেন নামে সরকারি কাজে কিছু ও না।

সরকারি চাকরি করে যারা তারাই এসব বই কম্পিউটারে টাইপ করেছে সব দোষ তাদের মদ খাইয়া কী না কী টাইপ করেছে নিজে ও জানে না। অনেক ছেলে-মেয়ের হাতে এসব ভুল বই যাবে তা শেষ নেই। Sad

.

যারা বই গুলো লিখেছে তাদের কে প্রথম শ্রেণীতে আবার ভর্তি করা হোক, যারা প্রথম শ্রেণীর বই ভুল লিখে তাদের কোন যোগ্যতা নাই। Tongue

বিষয়: বিবিধ

১২৪৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

381529
২৮ জানুয়ারি ২০১৭ রাত ১২:০১
গাজী সালাউদ্দিন লিখেছেন : যোগ্যতা থাকুক আর নাইবা থাকুক, বই লেখার অধিকারটুকু তাদের হাতেই বিদ্যমান।
381535
২৮ জানুয়ারি ২০১৭ সকাল ০৮:২০
হতভাগা লিখেছেন : আমাদের সময় মনে হয় 'ও তে ওল' এরকম কিছু পড়েছিলাম।

ও তে ওড়না না বলে ও তে ওবামা / ওসামা বলা শিখালে তো সেটা আরও ইমপেক্ট রাখতে পারতো।
381537
২৮ জানুয়ারি ২০১৭ সকাল ০৯:৫৪
ফারদিন ইসলাম লিখেছেন : পাঠ্যবইয়ে ভুল ছাপা বাংলাদেশেই সবচেয়ে বেশী । কাজে গাফিলতি ও কর্তব্যে চরম অবহেলার কারনে ভুলগুলো বেশী হচ্ছে।
381564
৩০ জানুয়ারি ২০১৭ দুপুর ০১:১৪
'আবদুর- 'রাজ্জাক' লিখেছেন : গাজী সালাউদ্দিন Tongue
381565
৩০ জানুয়ারি ২০১৭ দুপুর ০১:১৫
'আবদুর- 'রাজ্জাক' লিখেছেন : হতভাগা

সুন্দর কথা বলেছেন
381566
৩০ জানুয়ারি ২০১৭ দুপুর ০১:১৭
'আবদুর- 'রাজ্জাক' লিখেছেন : ফরদিন ইসলাম
সরকারি চাকরি কেমন তা কী জানেন না?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File