উহুদের যুদ্ধোর ছোট ঘটনা
লিখেছেন লিখেছেন 'আবদুর- 'রাজ্জাক' ০৪ ডিসেম্বর, ২০১৬, ০৯:৩৯:৫১ রাত
উহুদের যুদ্ধে ৭০ জন শহীদ হয়েছে একেক জনের লাশ এনে এক জায়গায় রাখা হচ্ছে।
নবীজি গুনে দেখেলেন ৬৮ টা লাশ। ২ টা নাই, একজন তার চাচা হামজা (রাঃ) আরেকজন হানজালা (রাঃ) অস্থির হয়ে পড়েছেন নবীজি। সব সাহাবাদের পাঠাইলেন লাশ খোজার জন্য।
হটাৎ বোরকা পড়া এক মহিলা এসে
দাঁড়ালেন নবীজির কাছে, নবী তাকে চিনলেন না।
মহিলা বললেনঃ ইয়া রাসুল্লাহ গতকাল আপনি একটা বিয়ে পড়িয়েছিলেন মনে আছে?
নবীজি বলেনঃ হ্যাঁ আমি তো হানজালার বিয়ে পড়িয়েছি। যার বিয়ের খুশিতে আমি খুরমা খেজুর ছিটিয়ে ছিলাম।
মহিলা বললেনঃ ইয়া রাসুল্লাহ আমার হাতটা দেখেন। হাতের মেহেদী এখন ও শুখায় নাই। কাল বিকেলে বিয়ে হয়েছিল আর রাত ২ টা বাজে উহুদের যুদ্ধের জন্য বের হয়ে গেছে হানজালা।
বাসর রাতে তার সাথে আমার ভালো ভাবে পরিচয়ই হয়নি। যাওয়ার আগে শুধু বলে গেছেন "যদি দেখা হয় তাহলে দেখা হবে দুনিয়ায় আর যদি শহীদ হয়ে যাই তাহলে দেখা হবে জান্নাতে"
মহিলা বললেনঃ ইয়া রাসুল্লাহ যাওয়ার আগে আমার কপালে একটা চুম্বন করে গেছেন। লজ্জায় বলতে ও পারি নাই আপনার জন্য গোসল ফরজ। নবীজি তার কথা শুনে অঝোর ধারায় কাঁদতে শুরু করলেন।
মহিলা বললেনঃ ইয়া রাসুল্লাহ, শহীদদের তো আপনি গোসল দেন না, আমার স্বামীকে আপনি একটু গোসল দিয়েন?
নবীজি সম্মতি প্রকাশ করার পর একজন সাহাবি দৌড়ে এসে বলল ইয়া রাসুল্লাহ হানজালা কে পাওয়া গেছে। সবাই গেলেন, গিয়ে দেখলেন সাদা কাফনের ভিতর লাশের মাথায় পানি। নবীজি মাথা হাতায়ে দিলেন, জিবরাঈল আসলো।
এসে বললঃ ইয়া রাসুল্লাহ হানজালার কুরবানিতে আল্লাহপাক এতটাই খুশি হয়েছেন যে তিনি জিব্রাইলের বাহিনিকে আদেশ করলেন তাকে নিয়ে আসতে। ইয়া রাসুল্লাহ আমরা ফেরেশতারা
তাকে তৃতীয় আসমানে এনে জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি এবং তার শরীরে যে সুগন্ধ দেখছেন এটা আল্লাহ্পাকের বিশেষ খুসবু মিশক আম্বর আতর ধারা কাফনের কাপড়ে ঢুকিয়েছি।
বিষয়: বিবিধ
১২১৫ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
শিক্ষণীয় লিখাটির জন্য জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন