কোরআন পবিত্র

লিখেছেন লিখেছেন 'আবদুর- 'রাজ্জাক' ২৬ নভেম্বর, ২০১৬, ১০:২২:৪৪ রাত

আমি আল্লাহকে বিশ্বাস করি না! আমি

কুরআন বিশ্বাস করি না। সেই সাথে

আমি কেয়ামতকেও বিশ্বাস করি না।

.

কুরআন কল্পিত জাহান্নামের ভয়

দেখিয়ে, জীবনটাকে সংকির্ণ করে

ফেলাই কুরআনের কাজ! জীবন একটাই।

জীবনকে উপভোগ করতে হবে। যদিও আমি

জন্মসূত্রে মুসলিম। কিন্তু কোন কল্পিত

জাহান্নামের ভয়ে জীবনকে জেলখানায়

আবদ্ধ করতে চাই না। তাই আমি কুরআন

পড়ি না এবং বিশ্বাসও করি না।

.

বাগদাদ ইউনিভার্সিটির আরবী বিষয়ক

শিক্ষক তার ছাত্রদের উদ্দেশ্যে এই

কথাগুলো বললেন। তখন ক্লাসে উপস্থিত

এক ছাত্র বললেন, স্যার! আপনি কুরআনের

ভুল এবং অসংগতি গুলো নিয়ে একটি বই

লিখুন! আপনার লেখা বইটি হবে সবচেয়ে

আকর্ষনীয় এবং মূল্যবান বই। কারণ, এই

প্রথম কোন আরবীয় মুসলিম কুরআনের

বিরুদ্ধে কলম ধরতে যাচ্ছে। সেই স্যার

ভাবলেন তাই তো! তিনি বই লেখার

সিদ্ধান্ত গ্রহণ করলেন।

.

এর আগে তিনি আরব ঐতিহ্যের উপর

ব্যাপক গবেষণা চালান। সেই গবেষণার

কারণে তাকে প্রাচীন আরবের বহু বই

পড়তে হয়েছে! কিন্তু মজার বিষয় হচ্ছে

তিনি ভুল করেও কুরআন পড়ার চেষ্ঠা

করেন নি। তিনি The prophethood of

Muhammad (saws): my journey from

doubt to conviction ( মুহাম্মাদ (সাঃ)

এর নবুয়ত: সন্দেহ থেকে দৃঢ় বিশ্বাসের

পথে যাত্রা) এই শিরোনামে বই লিখতে

শুরু করেন)।

.

বইটি লেখার জন্য তাকে এই প্রথম কুরআন

হাতে তুলে নিতে হল! ৩০ পারা কুরআন

পড়ার পর তিনি ঘোষনা দিলেন, এটি

মানুষের লেখা কোন কিতাব হতে পারে

না! এরপর তিনি কুরআনের সৌন্দর্য এবং

মহত্ব নিয়ে একাধারে ১৮ টি বই লিখেন!

এক সময়ে প্রচন্ড ইসলাম বিরোধী সেই

ব্যক্তি এখন আরবের জনপ্রিয় ইসলামী

ব্যক্তিত্ব এবং টিভি আলোচক। সেই

আলোচিত ব্যক্তিটির নাম Dr.Fadel

Saleh Sameree ।

.

আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।

কুরআন পড়তে গিয়ে বার বার অবাক হয়ে

যাই। মনে হয়ে, এই কিতাব যেন আমার

মনের বিক্ষিপ্ত প্রশ্নগুলোর উত্তর দেবার

জন্যই লেখা হয়েছে। মনের হতাশা দূর

করার জন্য আমরা কত জায়গায় না

দৌড়াই! কখনো ডাক্তারের স্বরনাপন্ন

হই। কিন্তু সমাধান আপনার ঘরেই আছে

তা খুলে দেখেন না! মনে প্রাণে

বিশ্বাস করুন, সব্ সমস্যার সমাধান দিতে

পারে একমাত্র আল-কুরআন।

.

ব্যারিস্টার আবদুর রাজ্জাক

বিষয়: বিবিধ

১১৯৬ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

380180
২৬ নভেম্বর ২০১৬ রাত ১১:৩৬
সন্ধাতারা লিখেছেন : Salam. Wonderful sharing!!!!
380189
২৭ নভেম্বর ২০১৬ সকাল ০৮:২৪
মুন্সী কুতুবুদ্দীন লিখেছেন : আল হামদু লিল্লাহ খুবই সুন্দর লেখা। সুন্দর একটি লেখা উপহার দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবান।
380451
০৪ ডিসেম্বর ২০১৬ রাত ০৯:৩৬
'আবদুর- 'রাজ্জাক' লিখেছেন : ধন্যবাদ ভাই

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File