"আমাদের দেশে বিনুদুনের জন্য দুই নেত্রীর ফোনালাপ মিডিয়ায় প্রকাশ করা হয়"
লিখেছেন লিখেছেন 'আবদুর- 'রাজ্জাক' ১৬ এপ্রিল, ২০১৬, ০৯:১৭:৫৬ রাত
আমাদের দেশে বিনুদুনের জন্য দুই
নেত্রীর ফোনালাপ মিডিয়ায় প্রকাশ
করা হয়...
.
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের
বিচারকদের স্কাইপি কথোপকথন ফাঁস
হয়.....
.
জনৈক অভিনেত্রী vs জনৈক
ক্রিকেটারের ফোনালাপ আমাদের
মিডিয়া প্রকাশ করতে পারে.....
.
জৈনক পীরের মুরিদ ৭ খুন সম্পাদন করিয়ে
খুনিকে দেশের বাইরে পাঠানোর সময়ের
ফোনালাপও কিন্তু আমাদের মিডিয়া
ফাঁস করতে পেরেছে....
.
অথচ তনুকে মেরে তার মায়ের ফোনে কল
দিয়ে লাশের খবর আর ঠিকানা দেওয়া
ব্যাক্তিকে ধরা যায়না....সেই
ফোনালাপও প্রচার হয়না....!!
.
.
আমাদের দেশের বিদ্যুৎ আমরা ইউনিট
প্রতি ৬ টাকা করে দেই। আর কম দামে
পাশের দেশে বিদ্যুৎ সাপ্লাই করি.....
.
তাদের বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্য
সুন্দরবন ধ্বংস করে রামপাল বিদ্যুৎকেন্দ্র
বানানোর পরিকল্পনা করি আমরা......
.
তাদের বিদ্যুৎ সাপ্লাই করার জন্য আমরা
নিজেদের দেশের মানুষের বসতবাড়ি
উচ্ছেদ করে তাদের বুকে গুলি চালাই
বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বানানোর জন্য....
.
অথচ, আমাদের দেশের প্রায় সব শহরে
বিদ্যুতের অভাবে ঘন্টার পর ঘন্টা
লোডশেডিং হয়, পড়ালেখা করা যায়না
ঠিকমত.....!!!
.
.
আমাদের দেশের রাস্তা আমরা অন্যদের
ব্যাবহার করতে দেই, ত্রিপুরা টু কলকাতা
যায় ইন্ডিয়ান বাস, ট্রাক আমাদের
নাকের উপর দিয়ে....
.
অথচ, আমাদের দেশের মানুষ জানজটে
রাস্তায় বসে থাকে ঘন্টার পর
ঘন্টা.....যাতায়াত করে ভাঙ্গা
রাস্তায়....!
.
.
কম দামে ট্রেনের ডিজেল কিনতে
পারার সুবিধা থাকার পরেও আমরা
পাশের দেশ থেকে ৬০% বেশি দামে
ডিজেল কিনি.... ১ টাকায় ট্রানজিট দেই,
পানির দামে ইন্টারনেট বিলি করি,
নদীর মাঝখান দিয়ে রাস্তা বানিয়ে
দেই.....
.
ব্যাংক থেকে হরিলুট করে সেই টাকা
পাশের দেশে সাপ্লাই করি আমরা......
.
অথচ, আমাদের দেশের মানুষ ঠিক মত
খেতে পায়না, এখনো ৬০% মানুষ
ইন্টারনেট সুবিধা থেকে বঞ্চিত.....!!!
.
যেদেশের ৫০% মানুষ জীবনে ডলার
দেখেনি কখনো, সে দেশের মানুষের
মাথাপিছু আয় বছরে ১,৪৬৬ মার্কিন ডলার
দেখানো হয়!!
.
আমাদের দেশে যেখানে এখনো ১.৫
কোটি তরুন বেকার হয়ে রাস্তায়
ঘুরে....সে দেশের প্রধানমন্ত্রী দক্ষিন
এশিয়াকে বেকার মুক্ত করার ঘোষণা
দেয়.....!!!
.
আমাদের দেশপ্রেমিক সুশীলেরা দেশে
পতাকার জন্য বড় বড় কথা বলে, আর
বিদেশে গিয়ে দেশের পতাকা
নিজেদের কুকুরের গায়ে জড়ায়.....!!
.
শিক্ষাক্ষেত্রে যখন অন্যরা আমাদের
থেকেও এগিয়ে যাচ্ছে, তখনো আমাদের
দেশে পরিক্ষার আগের রাতে প্রশ্ন ফাঁস
হয়.....
.
সৃজনশীল প্রশ্নের বদলে চটি গল্প লিখতে
দেওয়া হয় প্রশ্নপত্রে, পানির দামে GPA
দেওয়া হয়.....!!
.
আমাদের দেশে জৈনক কন্ঠশিল্পীর
বাসায় কাজের মেয়ের লাশ পাওয়া যায়,
ক্যান্টনমেন্টের মত জায়গায় মেয়ের লাশ
পাওয়া যায়, স্কুল/কলেজের হোস্টেলে
ছাত্রীর ঝুলন্ত লাশ পাওয়া যায়.......অথচ
বিচার হয়না!!!!
.
৪০ বছর আগের হত্যার মটিভ/প্রমান আমরা
জোগাড় করে ফেলতে পারি, অথচ ১০ দিন
আগের হত্যার কোন মটিভ/কারন সনাক্ত
করতে পারেনা আমাদের ফরেনসিক
এক্সপার্ট কামদা রা.....!!
.
আমাদের দেশের কর্তারা দেশে বসে
রেমিটেন্সের টাকা দিয়ে ঠান্ডা
হাওয়া খায় আর জনগনের রক্ত চুষে নেয়..
.
অথচ প্রবাসে আমাদের প্রবাসীদের সাথে
জঘন্য আচরন করা হয়...এয়ারপোর্টে তাদের
'কামলা' ডাকা হয়....!!!
.
এই হলো আমাদের দেশ!!!
.
প্রতিটা দিন, প্রতিটা ক্ষেত্রে হতাশার
সংবাদ! আমরা শুধু পিছিয়ে যাচ্ছি!!
.
বিবেক আর বিচারহীনতার সংস্কৃতি এখন
স্বাভাবিক শব্দটির থেকেও বেশি
অস্বাভাবিক হয়ে গেছে আমাদের জন্য!
.
অতি অমায়িক জঘন্য কিউট টাইপের
মেরুদন্ডহীন জাতি হিসেবে আমরা দিন
দিন অভূতপূর্ব সাফল্য দেখাচ্ছি!!
.
কিছুদিন আগে জনৈক কন্ঠশিল্পী রাগে
ক্ষোভে লিখেছিলো- 'F**K you
Bangladesh'...
.
তখন খুব রাগ হয়েছিলো তার উপর,
প্রতিবাদ করেছিলাম.....এর জন্য তাকে
ক্ষমা চাইতে বাধ্য করেছিলো
সুশীলেরা.....
.
কিন্তু এখন ব্যাপারটি মনে পড়লে আমার
অনেকটা 'Joke' মনেহয়....!!
.
নীলসালু
বিষয়: রাজনীতি
১১৯৭ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন