"টাকার পাগল"

লিখেছেন লিখেছেন 'আবদুর- 'রাজ্জাক' ১২ এপ্রিল, ২০১৬, ১১:১০:৩৫ সকাল

তুমি যদি একটা মানুষের জন্য জীবন দিেয় দেও। সে খুশি হবে না আর যদি তাকে কিছু টাকা দেও সে খুশি হবে। পৃথিবীটা হল টাকার খেলা। এখন কার পশুর মত মানুষ কারো জীবন কে মূল্য দিবে না। শুধু পশুর মত কিছু লোক আছে তাদের কে বলো তোকে 10,000 টাকা দিবো একটা লোক কে মেরে পেল। সে কিন্তু রাজি হয়ে যাবেই। আমি জানি না এসব বলদ কোন যে দিন ভালো হবে।

.

"তুমি জীবনে কাউকে ক্ষতি করবে না যদি ক্ষতি করতে যাও দেখবে একদিন তুমি ও ক্ষতির মুখে পড়বে"

.

"তোমার জীবন যেমন একটা অন্যের জীবন ও একটা দশটা না"

বিষয়: বিবিধ

১২৬০ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366017
১৭ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৭:৫২
শেখের পোলা লিখেছেন : মানষিক অধঃপতন আর সামাজিক অবঃক্ষয় হলে যা হয়৷ধন্যবাদ৷
366458
২০ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:৪৪
'আবদুর- 'রাজ্জাক' লিখেছেন : ধন্যবাদ
366613
২১ এপ্রিল ২০১৬ সকাল ১১:২৫
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভাল লাগলো। আশাকরি আরো লিখবেন, ধন্যবাদ।
366629
২১ এপ্রিল ২০১৬ দুপুর ১২:২৭
'আবদুর- 'রাজ্জাক' লিখেছেন : ধন্যবাদ আপনাকে।
366704
২২ এপ্রিল ২০১৬ সকাল ১১:০৫
বিবর্ন সন্ধা লিখেছেন : তারপর ও মানুষ টাকার ই পাগল,
জিবনের মুল্য তো সে তখন ই বুঝে,
যখন তার জীবন মৃত্যুর সামনে এসে দাঁড়ায়
366708
২২ এপ্রিল ২০১৬ দুপুর ১২:২৮
আফরা লিখেছেন : টাকা ছাড়া জীবন অচল । তাই আমার জীবনকে সচল রাখতে প্রয়োজনে অন্যের জীবন STOP করতে হবে ।

কিন্তু যে কোন সময় আমার জীবন টাও যে STOP হতে পারে সে খেয়াল রাখি না ।

ধন্যবাদ
366799
২৩ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৫৪
'আবদুর- 'রাজ্জাক' লিখেছেন : ধন্যবাদ আপু

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File