"সোনালি সে দিন গুলো এখনো মনে পড়ে"

লিখেছেন লিখেছেন 'আবদুর- 'রাজ্জাক' ০৯ এপ্রিল, ২০১৬, ০৭:২০:১৫ সন্ধ্যা

আমার আজ হটাৎ আগের দিন গুলো মনে

পড়তেছে। সত্যিই এতো ভাল লাগে সে

দিন গুলোর কথা মনে পড়লে। আমার মন

বলে আবার সে দিনে ফিরে যাই। কত

খেলা যে খেললাম। কুতকুত/ গোল্লাছুট /

ক্রিকেট / ফুটবল। এখন সে খেলা কোথায়

যেন হারিয়ে গেল। আমি আমার বন্ধুরা

মিলে কত কিছু যে করেছি বন্ধুরা মিলে

রস/ ডাব আরো অনেক কিছু চুরি করে

খাইচি। আমার স্কুলের জীবনে কত যে

মজা করছি। স্কুল থেকে আসার সময় হেঁটে

হেঁটে আসতাম। আমরা প্রতি দিন একটা

বাগান দিয়া আসতাম মানে যেখানে

আম গাছ সেখানে আমরা কত যে মজা

করতাম বন্ধুরা মিলে চুরি করে আম

পাইড়া খাইতে খাইতে আসতাম। আগের

সে সোনালি দিন গুলোর কথা মনে পড়লে

আমার খুব আফসোস লাগে। অনেক সময়

চোখে পানি চলে আসে। কেন যে সে দিন

গুলো চলে গেল আর ফিরে আসবে না সে

দিন গুলো। অনেক সময় আমার রাতে ঘুম

আসে না। পরে আগের সে সোনালি দিন

গুলোর কথা মনে করি। আমি শুধু ভাবতে

থাকি আর আমার ঘুম চলে আসে। সে চলে

যাওয়া দিন গুলোর কথা বলে আর লাভ

নাই কারণ দিন গুলো আর ফিরবে না।

.

.

আই লাভ ইউ বাংলাদেশ ।।।

বিষয়: বিবিধ

১৩৮৮ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365095
০৯ এপ্রিল ২০১৬ রাত ০৮:৩৯
শেখের পোলা লিখেছেন : 'নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ওপারে সকল সুখ আমার বিশ্বাস৷'
365219
১০ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:২১
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম

যার যার গাছ থেকে চুরি করেছেন,তারতার কাছ থেকে মাফ চেয়ে নিয়েন, নইলে কিন্তু আখিরাতে,
লাবিউ বাংলাদেশ বলে পার পাবেন না Crying Crying Rolling on the Floor Rolling on the Floor
365488
১২ এপ্রিল ২০১৬ দুপুর ০৩:০৫
চেতনাবিলাস লিখেছেন : শৈশবের স্মৃতি ভোলা আসলেই কষ্টকর | এসব স্মৃতি সবার জীবনেই খুব মধুর হয়। স্মৃতি চারণ মূলক লেখার জন্য ধন্যবাদ |
365528
১২ এপ্রিল ২০১৬ রাত ০৯:১৭
গাজী সালাউদ্দিন লিখেছেন : এই যা, ভালবাসি বলতে লজ্জা করেনাহ!
366461
২০ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:০৭
'আবদুর- 'রাজ্জাক' লিখেছেন : ধন্যবাদ
366474
২০ এপ্রিল ২০১৬ বিকাল ০৫:৫৩
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : সুন্দর স্মৃতিচারণ, ধন্যবাদ।
366510
২০ এপ্রিল ২০১৬ রাত ০৮:৫৯
'আবদুর- 'রাজ্জাক' লিখেছেন : ধন্যবাদ আপনাকে ভাল থাকবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File