●সৎ নেতৃত্বের বড়ই প্রয়োজন●

লিখেছেন লিখেছেন মুহাঃ মাসউদুল হাসান মামুন ২৯ ডিসেম্বর, ২০১৭, ১২:২০:১৭ দুপুর

যদি পৃথিবীতে সত্‍ নেতৃত্ব প্রতিষ্ঠা করা না হয় তা হলে এই পৃথিবীতে জুলুম, নীপিড়ন, পাপ, অন্যায়, অবিচায় থেকেই যাবে । সত্‍ মানুষ হবে বঞ্চিত আর অসত্‍ মানুষ হবে সমাজ ও দেশের পরিচালক । তারা নিজদের মনগড়া মতবাদ দিয়ে মানুষকে সত্‍ পথ থেকে খারাপ পথে নিয়ে যাবে । অসত্‍ নেতৃত্বের ফলে পৃথিবী অশান্ত হয়ে উঠবে । যার শিকার বাংলাদেশ ও সমগ্র বিশ্বের আলেম ও তৌহিদী জনতা । আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।

বিষয়: বিবিধ

৮০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File