()() আলোর পাখির করুণ ডাক ()()

লিখেছেন লিখেছেন মুহাঃ মাসউদুল হাসান মামুন ০৬ জুলাই, ২০১৭, ১১:৪৬:৫৩ রাত

তুমারা কি জাগবেনা আর ? তোমাদের নগরী আজ নিস্তব্ধ, মানুষ খেকো শিয়াল আর নরপিশাচের বিচরণ বিরতিহীন । অন্ধকূপ আজ বড়ই ক্ষুধার্ত, তোমাদের গিলে খাবে বলে ।

আজও জাগবেনা জানি ,আজ আমি একা । ওরা আমার কন্ঠ ছিঁড়ে দিয়েছে, আমার এক পাখা ও আজ রক্তাক্ত । তিমির রাতে আজও আমি রক্তাক্ত ডানা ঝাপটায় তোমাদের জানালার পাশে ।

হায় আমার আপসোস কেউ তা শুনলেনা। তিমিরগগনে আমি রেগে ছুটে যাই হাউমাউ করে কেঁদে । কান্নার ধ্বনি ফিরে আসে আমাকে ব্যাঙ্গ করে।

জাগলেনা আজও জাগলেনা । তবে কি আমার আর ফিরে আসা হবেনা "আলোর পাখি " হয়ে ???

বিষয়: বিবিধ

৮৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File