❀কী অদ্ভূত আমাদের জীবন❀ •••••••••••••••••••••••••••••••••••

লিখেছেন লিখেছেন মুহাঃ মাসউদুল হাসান মামুন ২৫ ডিসেম্বর, ২০১৬, ০৯:২১:০৬ সকাল

মৃত্যুর সাথে সাথেই আমাদের নাম হয়ে যায় "লাশ"। আর এটাই হল জীবন,

লোকে বলবে "লাশের" (Body) পা টা একটু সোজা করেন , লাশকে একটু বরফে রাখলে ভালো হয়, কী অদ্ভূত আমাদের জীবন? লাশকে কবরে নেয়ার সময় হয়েছে ,ইত্যাদি । তখন কেউ আর আমার নাম (মাসউদুল) বা আপনার নাম ধরে ডাকবেনা !

ডাকবেনা ভাই-বোন, বাবা-মা কিংবা চাচা-মামা, বলবে শুধুই একটা লাশ। অনেকে আবার চেহারাটাও দেখবেনা, রাতে ভয় পাবে বলে । কতইনা কষ্টের হবে সেই সময়টা, যখন আমার-আপনার আপনজনেরা-ই আমাকে কাঁধে নিয়ে আমারি ঘর থেকে আমাকে-আপনাকে বের করে বাড়ির পাশে অন্ধকার একটা জায়গার দিকে নিয়ে যাবে।

যেই জায়গার পাশ দিয়ে হয়ত আমি-আপনি হাজারো বার বন্ধু নিয়ে হাসতে হাসতে পথ চলেছিলাম।

কতইনা অসহায় হব আমরা সেই দিন, দেখব শুনব কিন্তু কিছুই বলার বা করার থাকবেনা।

ইয়াআল্লাহ......!!! আমরা স্বীকার করছি আমরা অনেক গুনাহগার! এই জীবনে বুঝে না বুঝে অনেক অপরাধ করেছি, কিন্তু আপনিতো দয়াবান আল্লাহ আমরা সকল পাপ থেকে আপনার দরবারে তওবা করছি !আপনি আমাদেরকে ক্ষমা করে দীন ।আমীন॥

❀❀ মুহাঃ মাসউদুল হাসান ❀❀

বিষয়: বিবিধ

১১০৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File