●কতটুকু অশ্রু গড়ালে তাকে বলি আমি ধৈর্য●

লিখেছেন লিখেছেন মুহাঃ মাসউদুল হাসান মামুন ২১ জুলাই, ২০১৬, ১২:৩৬:৫৫ রাত

➥দিনাজপুর কারাগারে গেটের সামনে অপেক্ষা করছেন মা! আজ মাস খানেক পর ছেলের সঙ্গে দেখা হবে। কত কথা জমে আছে! স্লিপ কেটে অপেক্ষা করছেন মা!

এমন সময় সাদা পোশাকধারী কয়েকজন এসে বলল, আপনাকে আমাদের সঙ্গে যেতে হবে!

.

এরপর তাকে জেলখানার বাহিরে নিয়ে যাওয়া হল! সেখানেই প্রশ্নবানে জর্জরিত করতে লাগল সাদা পোশাকধারী পুলিশরা! কেন দেখা করতে এসেছেন? তার সঙ্গে কি কথা?

:

মায়ের এক জবাব, ছেলের সঙ্গে মা দেখা করতে আসবে তার জন্য আবার কারণ থাকতে হবে নাকি? গ্রামের এক

সহজ সরল মায়ের মুখে, এতো কঠিন কথা হজম করতে পারেনি পুলিশরা! এরপর তার ছেলের

সঙ্গে দেখা করতে দেয়া হল! তাকে বলা হল, কথা বলার জন্য ১৫ মিনিট সময় পাবেন!

.

ভিজিটর রুমে ছেলের জন্য দাড়িয়ে আছেন! কিছুক্ষণ পর দেখা গেল নারি ছেড়া ধনকে! চিকন চাকন গড়নের ছেলেটা জেলে গিয়ে আরও চিকন

হয়ে গেছে! ছেলের মুখটা দেখা মাত্রই হু..হু করে কাঁদতে শুরু করলেন মা! কথা বলার জন্য মাত্র ১৫ মিনিট পাবে! কিন্তু মা কাঁদতেছেন তো কেঁদেই চলেছেন! কান্নার জন্য কথাই বলতে

পারছেন! আর ভিন্ন দিকে মুখে হাসি টেনে মাকে শান্তনা দেবার চেষ্ঠা করলেও ছেলেরও দু’চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়তেছে!

.

মা ছেলের এই কান্নার মাঝে এক নিমিষে ১৫ মিনিট শেষ হয়ে গেল! তেমন কোন কথাই বলতে পারলেন না, মা! রংপুর থেকে সেই দিনাজপুরে

যেতে মায়ের বেশ কষ্ট হয়। অতঃপর টাকা খরচ করে ছেলেকে রংপুর কারাগারে আনা হল। রংপুরে

কারাগারে আসার পর,ছেলে মাকে খবর পাঠালেন!

“আম্মা আপনার হাতের কিছু খাবার খেতে ইচ্ছে করছে! আর আপনাকে দেখতে ইচ্ছে করছে!”

.

কিন্তু মায়ের সাথে আর দেখা হলো না। তার আগেই পরপরারে উদ্দেশ্যে পাড়ি জমিয়েছেন জনম দুঃখী মা!

জেলখানার লোহার শিকটি

ধরে মায়ের প্রতিক্ষায় দিন গুনছেন প্রিয় ✬আসাদুজ্জামান শিমুল✬ ভাই।

.

রংপুর মহানগর শিবিরের ছাত্র আন্দোলন বিষয়ক সম্পাদক,কারা বন্দি আসাদুজ্জামান শিমুল ভাই এর আম্মা গতকাল বিকেলে ইন্তেকাল করেছেন।

উল্লেখ্য,

ছেলের চিন্তায় চিন্তায় তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। শিমুল ভাই কিছুদিন আগে,তার মায়ের হাতের খাবার খাওয়ার কথা বলেছিলেন! কিন্তু তা আর হলো না।

.

সকলের কাছে বিনীত অনুরোধ, আজকে শিমুল ভাই এবং তার মায়ের জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহপাক যেন শিমুল ভাইকে ধৈয্য ধরার তৌফিক দান করেন। সেই সাথে

জনমদুঃখী মাকে আল্লাহপাক জান্নাতুল ফেরদৌস এর মেহমান হিসেবে কবুল করুন। আল্লাহুম্মা আমীন।

বিষয়: বিবিধ

১৪১৭ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

375037
২১ জুলাই ২০১৬ সকাল ০৭:৪২
কুয়েত থেকে লিখেছেন : মা ছেলের এই কান্নার মাঝে এক নিমিষে ১৫ মিনিট শেষ হয়ে গেল! কোন কথাই বলতে পারলেন না মা! রংপুর থেকে সেই দিনাজপুরে অনেক ধন্যবাদ
২১ জুলাই ২০১৬ সকাল ১০:২৪
311067
মুহাঃ মাসউদুল হাসান মামুন লিখেছেন : শিমুল ভাই, এরেস্ট এর আগের রাতে কথা বলেছিল। সে ভাই আজ ----------------! ভাবতেও খুবি কষ্ট লাগতেছে।
375039
২১ জুলাই ২০১৬ সকাল ০৭:৪৬
শেখের পোলা লিখেছেন : ইন্না লিল্লাহে অ ইন্না ইলাইহে রাজেউন। আল্লাহ তাঁকে জান্নাত দিন ও ছেলেকে ধৈর্য।
২১ জুলাই ২০১৬ সকাল ১০:২২
311066
মুহাঃ মাসউদুল হাসান মামুন লিখেছেন : আল্লাহুম্মা আমিন।।।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File