●পিপিলিকার পাখা গজায় মরিবার তরে●
লিখেছেন লিখেছেন মুহাঃ মাসউদুল হাসান মামুন ০৯ মে, ২০১৬, ১২:২৩:৪১ দুপুর
☞ পিপিলিকার পাখা গজায় মরিবার তরে।অনেকদিন তো হয়ে গেল, পিপিলিকার পাখা
গজিয়েছে But মরিতেছে না।।।
☞শুধু জালাইতেছে But জলিতেছে না।
পিপিলিকারা অাজ অট্টহাসিতে But
মানুষ গুলী ফাসিতে।।।
✍ওহে পীপিলিকা!!
তোমাদের স্পর্ধা প্রবাদকে কেও মিথ্যা প্রমান করিল নাকি??
☞ অাকাশে উঠিলে মাটিতে নামিতে হবেই।
কেউ স্বাভাবিক ভাবে নামে কেউ ভুপাতিত
হয়ে নামে।
☞ তোমরা ভুপাতিত হবেই, তা না হইলে
মর্ধকর্ষন শক্তি মিথ্যা প্রমানিত হবে।
☞ পীপীলিকার কাছে হতাশা থাকিলেও বিমানের কাছে অাশা অটুট।
অামরা হতাশ নই......।
★ যেই আল্লাহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতিকে একটি শব্দ শুনিয়েছিল (মুজিব পরিবারে)।
সে আল্লাহ আজও আছে কিনা.....???
★আল্লাহ যদি একবার বলে "কুন"..... "ফা-ইয়া কুন" সাথে সাথেই জাতি আরো একটি শান্তির বিকট শব্দ শুনতে পারবে।
➥তাই, দাম্ভিক শাসকদের সতর্ক করে বলছিঃ এখনো সময় আছে, তওবা কর, ফিরে এসো----!
ক্ষমতা শক্তি দিয়ে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য নিরাপরাধ মানুষদের অন্যায়ভাবে ফাঁসি দিচ্ছ, গুলি,গুম, করে আমার বুক থেকে অসংখ্য ভাইদের কেড়ে নিয়েছ।
আল্লাহর কসম করে বলছিঃ যেই আল্লাহ তোমাদের শাসন ক্ষমতা দিয়েছেন, সেই আল্লাহই তোমাদের টুটি চিপে ধরে উপর থেকে আছাড় দিয়ে তোমার এই দাম্ভিকতার অবসান ঘটাবেন। ইনশাআল্লাহ------!
✿হে আল্লাহ, আমরা তোমারি ইবাদত করি, আর তোমার নিকট সাহায্য কামনা করি....তোমার সাহায্যের অপেক্ষায়.......।
বিষয়: বিবিধ
২৫৫১ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন