✿ডিজিটাল কবিতা✿

লিখেছেন লিখেছেন মুহাঃ মাসউদুল হাসান মামুন ০৭ মে, ২০১৬, ০২:৪২:২১ দুপুর

● সন্ত্রাসী...! সন্ত্রাসী....!!

কোথা যাও নাচি নাচি..?

দাড়াও না একবার ভাই......

ঐ ব্যাটা টাকা গুনে...?

যাই তাহা আহরনে " দাড়াবার সময়

তো নাই...!

● মাস্তান....! মাস্তান.....!!

সাথে নিয়ে পোলাপান " কোথা যাও বলে যাও শুনি..?

এখন না দিও বাধা... " তুলিয়াছি বহু চাদা " নিজে নিজে ভাগ করে গুনি...

● পুলিশ ভাই !! পুলিশ ভাই !! "

নিরাপত্তা কোথায় পাই...?

রাস্তায় চলা বড় দায়...

ঐ চৌরাস্তা মোড়ে..

চেক পোষ্ট সেট করে..

জনপ্রতি একশ চাদা তুলি..

আমরা ইহাকেই নিরাপত্তা বলি.....

✿ কেমন লাগলো জানাবেন প্লিজ.....

বিষয়: বিবিধ

১৯২৬ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

368298
০৭ মে ২০১৬ বিকাল ০৪:৪৮
শফিউর রহমান লিখেছেন : বাস্তব প্যারোডি।
০৭ মে ২০১৬ রাত ১০:৫৩
305716
মুহাঃ মাসউদুল হাসান মামুন লিখেছেন :
368301
০৭ মে ২০১৬ বিকাল ০৫:৪৭
তট রেখা লিখেছেন : পিলাচ
368304
০৭ মে ২০১৬ সন্ধ্যা ০৬:১৭
শেখের পোলা লিখেছেন : ভাল লাগল তবে আস্তে আস্তে বলেন,প্রাসটিজ পামচার হবে যে।
০৭ মে ২০১৬ রাত ১০:৫৪
305717
মুহাঃ মাসউদুল হাসান মামুন লিখেছেন : ভাই, বাকি নাই, সবিই তো শেষ।
০৭ মে ২০১৬ রাত ১০:৫৫
305718
মুহাঃ মাসউদুল হাসান মামুন লিখেছেন : ভাই, বাকি নাই, সবিই তো শেষ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File