✬দিনশেষে আপনি কেবলই দুই সন্তানের মা✬

লিখেছেন লিখেছেন মুহাঃ মাসউদুল হাসান মামুন ১৭ এপ্রিল, ২০১৬, ০৫:৪৮:২৩ বিকাল

➥দিনশেষে আপনি কেবলই দুই সন্তানের মা



(১) হাজার হাজার মাইল দুরে আমেরিকায়

আপনার সন্তানকে গুম, অপহরণ ও হত্যাচেষ্টার অভিযোগে ৮২ বছরের প্রবীন সাংবাদিক শফিক রেহমানকে ধরতে পারেন;

অথচ নিজদেশের তনু-সাগর-রুনীর হত্যাকারীদেরকে খুঁজেই পান না !

(২) সাত খুনের আসামী নূর হোসেনদের

জন্য রিমান্ড হয় না;

অথচ ভালোবাসার অনুরাগী সর্বজনশ্রদ্ধেয়

শফিক রেহমানের জন্য পাঁচ দিনের রিমান্ড !

(৩) সুদূর আমেরিকায় আপনার সন্তানকে হত্যাচেষ্টা আবিস্কার করতে পারলেন;

অথচ নিজদেশের হাজার হাজার

কোটি টাকা ব্যাংক লুটের খবর জানেন না !!

(৪) প্রতিনিয়ত হাজারো মানুষের গুম, খুন, ক্রসফায়ারে আপনার মাতৃত্ব জাগ্রত হয় না;

অথচ নিজের গর্ভজাত সন্তানের মিথ্যা আশংকায় আপনার মাতৃত্ব কেঁপে উঠে !

(৫) জাতির স্বপ্ন ছিল

'আমার সন্তানরা যেন থাকে দুধে-ভাতে';

অথচ আপনার সন্তানরা আছে

"পদ্মা আর হ্যাকিংয়ে" !!

(৬) আপনার পিতাকে জাতির পিতা

বলা হলেও;

আপনি কখনও 'দেশমাতা' হতে পারলেন না !

কেননা দিনশেষে আপনি কেবলই

নিজ সন্তানেরই মা !

বিষয়: বিবিধ

১৪৭১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366009
১৭ এপ্রিল ২০১৬ সন্ধ্যা ০৬:৫৪
কুয়েত থেকে লিখেছেন : ডিজিটেল অবৈধ সরকার সব কিছুই করতে পারে পারেনা শুধূ অবৈধ অন্যায় কারিদের বিচার করতে সাত খুনের আসামী নূর হোসেনদের জন্য রিমান্ড হযবে না কারন তিনি অন্যায় কারি। অথচ ভালোবাসার অনুরাগী সর্বজনশ্রদ্ধেয় শফিক রেহমানের জন্য পাঁচ দিনের রিমান্ড কারন তিনি ন্যায়কারি। ধন্যবাদ আপনাকে
১৭ এপ্রিল ২০১৬ রাত ১০:৩৩
303679
মুহাঃ মাসউদুল হাসান মামুন লিখেছেন : জ্বি ভাই, আপনি যথার্থই বলেছেন।
366020
১৭ এপ্রিল ২০১৬ রাত ০৮:০৬
শেখের পোলা লিখেছেন : চাচ আপন প্রাণ বাঁচা৷ লাঠি যখন হাতে আছে ব্যহার করতে দোষকি? কথায় আছে না!'গঞ্জে যখন আলামই চাচার নামে একটা নালিশ করেই যাই'৷ সেই রকম আর কি৷
১৭ এপ্রিল ২০১৬ রাত ১০:৩৪
303680
মুহাঃ মাসউদুল হাসান মামুন লিখেছেন : জ্বী ভাই,।।।।।।।।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File