আসরের নামাজের পর বসে না থেকে দাওয়াতী কাজ করুন
লিখেছেন লিখেছেন ছোট ভাই ১৮ এপ্রিল, ২০১৬, ০৯:৫৭:৪৮ রাত
আমরা অনেকেই আসরের নামাজের পরের সময়টাকে বাজারে যাই অথবা খেলতে যাই অথবা বন্ধুদের সাথে ঘুরে বেড়াই।
যে কাজই করি না কেন। এ সময়টাতে যদি আমরা নিজের পরিসরে দাওয়াতী কাজ করি, তাহলে কতই না ভাল হয়।
যেমন আমি বাজারে গেলাম, সেখানে সময় মত বা সুযোগ মত কাউকে নীতি বাক্য শুনিয়ে দিলাম।
অথবা কাউকে তার পরিবারের খবরা-খবর নিলাম পরে তারা নামাজ আদায় করে কিনা সে খবরটাও নিলাম এবং নামাজের জন্য উৎসাহ প্রদান করলাম।
এভাবে যেখানেই থাকি না কেন সময়টাকে আমরা ইসলামী দাওয়াতের জন্য ব্যহার করতে পারি।
বিষয়: বিবিধ
৯৯৩ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
জাজাকাল্লাহু খাইর।
মাশা আল্লাহ, সুন্দর পরামর্শ। জাযাকাল্লাহ খাইর
যথার্থ বলেছেন, সহমত
আপনাকে অনেক ধন্যবাদ, জাযাকাল্লাহ
শুধু আসরের পরে কেন? আমাদের সারাটাদিন ই দাওয়াতি ভাবে কাটানো উচিত,
আমাদের দেখলে ই যেন মনে হয় আমরা মোসলেম ☺
আগে অবশ্ব্য এমন অভ্যাস ছিল কিন্তু বর্তমানে হারিয়ে ফেলেছি
মন্তব্য করতে লগইন করুন