পরামর্শ চাই
লিখেছেন লিখেছেন ছোট ভাই ১৮ এপ্রিল, ২০১৬, ১২:৩৮:১৭ দুপুর
আমি কিছু দিন হল ব্লকের সদস্য পদের অধিকারি হয়েছি। তবে প্রথম দিকে লিখতাম, তা আমি নিজেই দেখতে পারতাম না।
এখন আমার লেখা দেখতে পাই, তবে কোন মন্তব্য করেত পারছি না। সেই অপসনটাই আসে না।
অথবা প্রতি মন্তব্যও করতে পারছি।
সবার কাছে অনুরুধ রইল, আপনারা আমাকে জানাবেন কি?
কি করলে আমি মন্তব্য বা প্রতি মন্তব্য করতে পারব?
বিষয়: বিবিধ
১১১২ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এই সমস্যা আপনার একার নয়, অসংখ্য নতুন ব্লগার এটা ফেইস করছে।
ধন্যবাদ ছোট ভাই
আমি এই পোষ্টটি করার পর থেকে মন্তব্য করতে পারছি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
আপনাকেও অনেক ধন্যবাদ
হিহিহি
প্রথমে আমার ও এই অসুবিধাটি ছিলো,
আপনার মতই হেল্প চাইবো ভাবছিলাম,
পরে নানা কথা ভেবে আর লিখা হয় নি
তবে দুইদিন পরে ই সব ঠিক হয়ে গিয়েছিল
আলহামদুলিল্লাহ..
মন্তব্য করতে লগইন করুন