পরামর্শ চাই

লিখেছেন লিখেছেন ছোট ভাই ১৮ এপ্রিল, ২০১৬, ১২:৩৮:১৭ দুপুর

আমি কিছু দিন হল ব্লকের সদস্য পদের অধিকারি হয়েছি। তবে প্রথম দিকে লিখতাম, তা আমি নিজেই দেখতে পারতাম না।

এখন আমার লেখা দেখতে পাই, তবে কোন মন্তব্য করেত পারছি না। সেই অপসনটাই আসে না।

অথবা প্রতি মন্তব্যও করতে পারছি।

সবার কাছে অনুরুধ রইল, আপনারা আমাকে জানাবেন কি?

কি করলে আমি মন্তব্য বা প্রতি মন্তব্য করতে পারব?

বিষয়: বিবিধ

১১১২ বার পঠিত, ১৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

366073
১৮ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৫১
ছোট ভাই লিখেছেন : আল্লাহর শুকরিয়া আমার মন্তব্য করার সুযোগ হল।
১৮ এপ্রিল ২০১৬ দুপুর ০১:১৪
303721
গাজী সালাউদ্দিন লিখেছেন : তাহলে এইবার আল্লাহর নাম নিয়ে মানসম্মত লেখা দেওয়ার চেষ্টা করুন। সঙ্গেই আছি।
366075
১৮ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৫৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : এই সমস্যার সমাধান ব্লগ কর্তৃপক্ষ ছাড়া অন্য কেউ দিতে পারবেনা। যদি তাদের নজরে পড়ে, সমাধান পেলেও পেয়ে যেতে পারেন, তবে সে সম্ভাবনা ক্ষীণ।
এই সমস্যা আপনার একার নয়, অসংখ্য নতুন ব্লগার এটা ফেইস করছে।
ধন্যবাদ ছোট ভাই
366079
১৮ এপ্রিল ২০১৬ দুপুর ০১:০৮
ছোট ভাই লিখেছেন : ভাইজান! নতুনদের প্রতি আপনার গুরুত্ব দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ জানাই।
আমি এই পোষ্টটি করার পর থেকে মন্তব্য করতে পারছি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।
১৮ এপ্রিল ২০১৬ দুপুর ০১:১৬
303722
গাজী সালাউদ্দিন লিখেছেন : মন্তব্যের জবাব জবাবের ঘরেই দিতে হবে, নয়ত মন্তব্যকারী জবাবটি পাবেন।
আপনাকেও অনেক ধন্যবাদ
366092
১৮ এপ্রিল ২০১৬ দুপুর ০২:৪৩
আবু জান্নাত লিখেছেন : মাঝে মাঝে এক্সপ্লোরের সমস্যার কারনে এমনটি হয়, গুগল ক্রােম ব্যবহার করলে সমস্যা হবে না।
366105
১৮ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:২৬
হতভাগা লিখেছেন : প্রতিমন্তব্য দিতে গেলে নীল তীরটাকে ক্লিক করবেন
366106
১৮ এপ্রিল ২০১৬ বিকাল ০৪:৪২
আফরা লিখেছেন : এই তো পেরেছেন এবার শুরু হোক মন্তব্য আর প্রতিমন্তব্যের ঝড় । শুভ কামনা রইল ছোট ভাইয়া ।
366128
১৮ এপ্রিল ২০১৬ রাত ০৮:০০
শেখের পোলা লিখেছেন : কর্তৃপক্ষ আপনার অসুবিধা দেখবেন আশাকরি৷
366235
১৯ এপ্রিল ২০১৬ দুপুর ০১:০৪
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভাল বুদ্ধি তো! এখন কী অবস্থা ছোট ভাই।
366435
২০ এপ্রিল ২০১৬ দুপুর ০২:২১
মোহাম্মদ আব্দুল মতিন মুন্সি লিখেছেন : এবার আপনার দরজা খুলে গেছে
১০
366542
২১ এপ্রিল ২০১৬ রাত ১২:০৬
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম

হিহিহি
প্রথমে আমার ও এই অসুবিধাটি ছিলো,
আপনার মতই হেল্প চাইবো ভাবছিলাম,
পরে নানা কথা ভেবে আর লিখা হয় নি
তবে দুইদিন পরে ই সব ঠিক হয়ে গিয়েছিল
১১
366696
২২ এপ্রিল ২০১৬ রাত ১২:৩২
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আলহামদুলিল্লাহ..

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File