জীবন সংগ্রামে ইসলামকে প্রথমে রাখব

লিখেছেন লিখেছেন ছোট ভাই ০৯ এপ্রিল, ২০১৬, ১১:২২:৪২ রাত

আমাদেরকে বেচে থাকতে অনেক রকম সংগ্রাম করেই চলতে হবে। তবে জীবন সংগ্রামে আমাদেরকে সব চেয়ে প্রথমে যে বিষয়টির কথা লক্ষ্য রাখব তা হল আমাদের দীন বা জিবন বিধান ইসলামকে।

কারো যখন সুখের সময় অতিবাহিত হবে, তখন ইসলামের বানীকে স্মরণ রাখতে হবে, তখন আমাদেরকে আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করতে হবে। আর যখন বিপদে পতিত হব, তখনও ইসলামের বানীতে স্মরণে রাখতে হবে, তখন আমাদেরকে আল্লাহর নিকট সেটা থেকে উত্তরনের জন্য প্রার্থনা কামনা করে ধৈর্য ধারন করতে হবে।

তাই আমরা যে সর্বদায় ইসলামকে সামনে রেখেই জীবন যাপন করতে পারি, সেই চেষ্টাই করতে হবে।

বিষয়: বিবিধ

১০৯০ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365275
১০ এপ্রিল ২০১৬ রাত ১০:৪০
তট রেখা লিখেছেন : খুবই সত্য কথা। মূলত তিনটি মৌল নীতি কে সামনে রেখেই জীবন যাপন করতে হবে। মৌল নীতি গুলো হলো
১। আপনার রব কে?
২। আপনার দ্বীন কি ?
৩। আপনার নবী কে?
১৮ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৫৯
303712
ছোট ভাই লিখেছেন : অনেক ধন্যবাদ আপনাকে ইসলামের মৌলনীতিটিকে মনে করিয়ে দেওয়ার জন্য।
365277
১০ এপ্রিল ২০১৬ রাত ১১:০২
আবু জান্নাত লিখেছেন : অল্প কথায় ভালো লিখেছেন। জাযাকাল্লাহ খাইর
১৮ এপ্রিল ২০১৬ দুপুর ১২:৫৯
303713
ছোট ভাই লিখেছেন : আল্লাহ আপনাকে সুখে রাখুন। আমীন
365293
১১ এপ্রিল ২০১৬ সকাল ০৭:৪৪
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম

আল্লাহ তা’আলা আমাদের সকলকে সঠিকভাবে দ্বীন পালনের তাওফিক দান করুন। আমীন
১৮ এপ্রিল ২০১৬ দুপুর ০১:০১
303715
ছোট ভাই লিখেছেন : আল্লাহ তায়ালা আপনাকে এবং আমাদেরকে সবাইকে কবুল করুন। আমীন
365301
১১ এপ্রিল ২০১৬ সকাল ১১:০০
হতভাগা লিখেছেন : আমাদেরকে পরিপূর্ণভাবেই ইসলামে প্রবেশ করতে হবে কারণ ইসলাম ছাড়া আর কোন ধর্ম আল্লাহ তায়ালা গ্রাহ্য করবেন না ।
১৮ এপ্রিল ২০১৬ দুপুর ০১:০০
303714
ছোট ভাই লিখেছেন : আল্লাহ আপনার এবং আমাদের সবাইকে ইসলামের গন্ডিতে সুন্দরভাবে থাকার শক্তি দান করুন আমীন
365402
১১ এপ্রিল ২০১৬ রাত ০৮:২২
শেখের পোলা লিখেছেন : ছোটভাই ছোটকরেই বেশ বড় কথা বলেছেন৷ ধন্যবাদ৷
১৮ এপ্রিল ২০১৬ দুপুর ০১:০২
303716
ছোট ভাই লিখেছেন : আপনার উৎসাহ আমাদেরকে অনেক বড় হওয়ার পধ উন্মোক্ত করে দিব।
অনেক ধন্যবাদ আপনাকে
365449
১২ এপ্রিল ২০১৬ সকাল ১১:৪৭
মহিউদ্দিন মাহী লিখেছেন : ভালো লাগলো, অনেক ধন্যবাদ।
১৮ এপ্রিল ২০১৬ দুপুর ০১:০৩
303717
ছোট ভাই লিখেছেন : আপনাকে অনেক ধন্যবাদ।
365525
১২ এপ্রিল ২০১৬ রাত ০৯:০০
গাজী সালাউদ্দিন লিখেছেন : লোকজন কমেন্ট করলে জবাব দেননা কেন? ??
১৮ এপ্রিল ২০১৬ দুপুর ০১:০৪
303718
ছোট ভাই লিখেছেন : আজই প্রথম আমি মন্তব্য করার অপসনটি পেলাম। অর্থাৎ এর আগে মন্তব্য করার সুযোগই পাইনি।
আজই প্রথম খোলা হয় আমার মন্তব্যের দরজা।
আপনাকে অনেক ধন্যবাদ।
365540
১২ এপ্রিল ২০১৬ রাত ১০:১৬
ঘুম ভাঙাতে চাই লিখেছেন : আপনি কি নতুন?
১৮ এপ্রিল ২০১৬ দুপুর ০১:০৫
303719
ছোট ভাই লিখেছেন : জি আপনি আপনাদের নতুন সদস্য।
আশা করি বন্ধু হিসেবে গ্রহণ করবেন।
অনেক ধন্যবাদ আপনাকে
365756
১৪ এপ্রিল ২০১৬ রাত ০৮:৪৪
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

ভাল বলেছেন!

১৩ দিনে ১৯ পোস্ট, কিন্তু মন্তব্য বা জবাব নেই- এটা ভালো লক্ষণ নয়! অন্যের পোস্ট পড়া ও মন্তব্য করা উচিত!

পোস্ট লিখেছেনঃ ১৯ টি
মন্তব্য করেছেনঃ ০ টি
প্রতি মন্তব্য করেছেনঃ ০ টি
ব্লগ পঠিত হয়েছেঃ ২৫৪ বার
ব্লগে আছেনঃ ১৩ দিন
১৮ এপ্রিল ২০১৬ দুপুর ০১:১০
303720
গাজী সালাউদ্দিন লিখেছেন : ছোট ভাই লিখেছেন : আসলে ইচ্ছা করে মন্তব্য বা প্রতি মন্তব্য থেকে বিরত ছিলাম তা নয়।
আজই প্রথম আমি মন্তব্য করার অপসনটি পেলাম। অর্থাৎ এর আগে মন্তব্য করার সুযোগই পাইনি।
আজই প্রথম খোলা হয় আমার মন্তব্যের দরজা।
আপনাকে অনেক ধন্যবাদ।
২১ এপ্রিল ২০১৬ রাত ০১:২৭
304085
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
দোয়া করি/চাই! জাযাকাল্লাহ..
১০
366078
১৮ এপ্রিল ২০১৬ দুপুর ০১:০৬
ছোট ভাই লিখেছেন : আসলে ইচ্ছা করে মন্তব্য বা প্রতি মন্তব্য থেকে বিরত ছিলাম তা নয়।
আজই প্রথম আমি মন্তব্য করার অপসনটি পেলাম। অর্থাৎ এর আগে মন্তব্য করার সুযোগই পাইনি।
আজই প্রথম খোলা হয় আমার মন্তব্যের দরজা।
আপনাকে অনেক ধন্যবাদ।
২১ এপ্রিল ২০১৬ রাত ০১:২৬
304084
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..
দোয়া করি/চাই!
জাযাকাল্লাহ..
১১
366619
২১ এপ্রিল ২০১৬ সকাল ১১:৪৬
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : খুবই ভাল কথা। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File